আপনি কি সহীহ আকিদার মুসলিম???
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৮ মার্চ, ২০১৫, ১০:০১:৪২ সকাল
পরিচয় দিবেন আপনি সহীহ আকিদার মুসলিম কিন্তু সালাত আদায় করবেন না তা হবে না।
-
পরিচয় দিবেন আপনি সহীহ আকিদার মুসলিম টাখনুর নিচে কাপড় পরবেন এটা চলবে না।
-
বলবেন আপনি সহীহ আকিদার মুসলিম দাড়ী রাখবেন না এটা মানতে পারি না।
-
নিজেকে ভাববেন সহীহ আকিদার মুসলিম কিন্তু গান-বাজনা শুনবেন তা হবে না।
-
বলবেন আপনি সহীহ আকিদার মুসলিম কিন্তু কুরআন হাদীস না পড়ে শুধুই অন্ধ অনুসরণ করবেন এটাতে হয় না।
-
সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে আপনি অশ্লীলতা করবেন এটা মানা অসম্ভব।
-
সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে আপনি মানুষের সাথে ধোঁকবাজী-প্রতারণা করবেন তা কিভাবে হয়?
-
সহীহ আকিদার মুসিলম পরিচয় দিয়ে আপনি মানুষের জান-মালের ক্ষতি করবেন এটাও মানা যায় না।
-
আপনি সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে জঘন্য ভাষায় অপর মুসলিম ভাইকে গালি দিবেন, তাহলে আপনি কিভাবে সহীহ আকিদার মুসলিম?!?!?
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাঞ্জাবী পরা, মুখে দাড়ি রাখা, শার্ট গায়ে ইমামতি করা, টুপি পরা, কারো কারো মতে মেয়েদের মুখে নিকাব ব্যবহার না করা(যদিও নিকাব পরাই উত্তম পন্থা) ইত্যাদি ইসলামী জীবনাচরণে অলঙ্ঘনীয় বিষয় নয় ঠিক কিন্তু লিবারেল হতে গিয়ে যদি বোরখা অথবা বড় চাদর না পরে শরীর দেখিয়ে চলে, নামাজটাই মিস যায়, কোরআন হাদীস অধ্যয়ন বন্ধই হয়ে যায়, নাজায়েজ কাজগুলো হালাল হয়ে যায়, তাহলে সে হতে পারে শতভাগ মডারেট, লিবারেল, পরমত ও পথ সহিষ্ণু কিন্তু প্রকৃত ধার্মিক নয়, সবি ভন্ডামী!
মন্তব্য করতে লগইন করুন