দোয়েল দম্পতি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৩৫:১২ দুপুর



দুইটা দোয়েল নিত্য এসে

বসে ঘরের চালে,

তারা না-কি বাঁধবে বাসা

বেল গাছটার ডালে।

চোখে তাদের স্বপ্ন কত

মনে আঁকে ছবি,

কিচির মিচির ঝগড়া করে

ঝগড়া তাদের হবি।

দু'জন মিলে সুখ স্বপ্নে

গড়বে তারা ঘর,

ফুটফুটে দুই বাচ্চা নিয়ে

থাকবে বছর ভর।

খড়কূটো সব জোগাড় করে

বাঁধল তারা বাসা,

কাটছে কতই ব্যস্ত সময়

চোখে কত আশা!

স্বপ্ন দিয়ে বোনা সে ঘর

ডিম এল যে টুকটুকে,

মাস গড়াতে সে ডিম ফুটে

বাচ্চা হল ফুটফুটে।

দিন দুপুরে দুইটা কাকে

বাসায় দিল হানা,

ঠোঁটে করে পালিয়ে গেল

দুইটা দোয়েল ছানা।



বিষয়: সাহিত্য

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File