নরম কার্পেটে দামী জায়নামাজ।

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ মে, ২০১৪, ০৯:৪০:৫২ সকাল



মাশা আল্লাহ। সুন্দর মসজিদ। মুসুল্লীদের কাতারে সুন্দর কার্পেট বিছানো তার উপর নরম কাপড় বিছানো। যেন সবাই আরাম করে সালাত আদায় করতে পারে।

কিন্তু তারপরও দেখা যায় এক কেউ কেউ কাতারের মধ্যে এই নরম কাপড়ের উপর দামী জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করেন! মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, এত সুন্দর কার্পেট এবং নরম কাপড় বিছানো থাকার পরও কেন এরা দামী জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে?!?!?

(১) এভাবে সালাত আদায় করা কি সুন্নত?

(২) এতে কি ছওয়াব বেশি হয়?

(৩) নাকি সালাতে মনোযোগ বেশি হয়?

(৪) নাকি জায়গা দখল করে রাখা! এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া অন্য কেউ দাড়াতে পারবে না!

(৫) নাকি এতে নিজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়! আমি একজন এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তি! সুতরাং---------

(৬) নাকি নিজের সম্মান বাড়ানোর জন্য! আমাকে সম্মান করুন। আমি ওমুক অফিসার বা এতবড় কর্মকর্তা ছিলাম!

(৭) অথবা আমার মেলা টাকা পঁয়সা! সুতরাং আমি একটু আলাদা অন্য মুসুল্লীদের চেয়ে!

সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয় এটা প্রতিদিন মুসলমানদের জন্য পাঁচবার ট্রেনিং। বিরাট একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ হতে আমরা কি শিক্ষা পাই!! মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। এই ভ্রার্তৃত্বের বন্ধন মজবুত হয় যখন পরস্পর মিলেমিশে কাতার বদ্ধ হয়ে ধনী-গরীব, সাদা-কালো, ছোট-বড়, উঁচু-নিচু সবাই একাকার হয়ে যাই।

আল্লাহু আকবার! কত বড় ইসলামের শিক্ষা। পরস্পরে কোন ভেদাভেদ নাই।

আর কাতরের মাঝের এই জায়নামাজ--------------!!!

এতে বরং আরো দুই মুসুল্লীর মাঝে গ্যাপ সৃষ্টি হয়, তাতে কাতার সোজা হওয়ার ক্ষেত্রে ব্যাঘাত হয়। পাশের মুসুল্লীর সাথে একটা মানসিক দূরত্ব তৈরী হওয়ার সুযোগ থাকে!

কোন গরীব দিন মজুর যদি তার পাশে সালাতে দাড়ায় তার কি অবস্থা হবে! আমার মনে হয় সেই কূলি বা মজুরের সালাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে! সে ভয়ে থাকবে স্যারের দামী জায়নামাজে আমার পা লাগে কি-না!

অথব সেই বড়লোক মুসুল্লীর বাসার দাড়োয়ান বা ড্রাইভার যদি তার পাশে দাড়ায় সেও ভয়ে থাকবে স্যার জায়নামাজে যদি পা লাগে কি জানি বিপদ হয়!!!

ভুল হইলে মাফ দিয়েন। এগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা। সবার সাথে শুধু শেয়ার করলাম মাত্র।

বিষয়: বিবিধ

১৫৬৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227309
২৮ মে ২০১৪ সকাল ১০:৪৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট। আমি মনে করি নিজের সম্মান বাড়ানোর জন্য! আমাকে সম্মান করুন। আমি ওমুক অফিসার বা এতবড় কর্মকর্তা ছিলাম!
২৮ মে ২০১৪ সকাল ১১:০৭
174176
নেহায়েৎ লিখেছেন : ওয়া আলাইকুম সালাম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ ভাল জানেন কার মনের মধ্যে কি আছে। আমি আমার অনুভূতিটা তুলে ধরলাম। কি কারণ থাকতে পারে মসজিদে নরম কাপড়ের উপর এত দামি জায়নামাজ বিছানোর!
227340
২৮ মে ২০১৪ সকাল ১১:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ মে ২০১৪ সকাল ১১:২৭
174638
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান
227364
২৮ মে ২০১৪ দুপুর ১২:৪৪
গেরিলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ মে ২০১৪ সকাল ১১:২৮
174640
নেহায়েৎ লিখেছেন : আমারও ভাল লাগল
227382
২৮ মে ২০১৪ দুপুর ০১:১৫
সিটিজি৪বিডি লিখেছেন : এই কাজটি করা উচিত নয়...অনেক সময় দেখা যায় তাদের জায়নামাযে কেউ যেতে পা রাখতে চায় না।
২৯ মে ২০১৪ সকাল ১১:২৮
174644
নেহায়েৎ লিখেছেন : সালাত এর প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। সবাইকে ব্যাপারটা বুঝতে হবে।
227406
২৮ মে ২০১৪ দুপুর ০২:১১
প্রেসিডেন্ট লিখেছেন : চিন্তার বিষয় বটে। আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে আরো।
২৯ মে ২০১৪ সকাল ১১:২৯
174647
নেহায়েৎ লিখেছেন : আমার সবার সচেতনা দরকার আসলে। ইবাদত কি? কেন করি? ইহাতে আমরা কি শিক্ষা পাই? কেউ আমরা চিন্তাও করি না বুঝিও না।
227413
২৮ মে ২০১৪ দুপুর ০২:১৯
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
জাযাকাল্লাহ খাইরান!
২৯ মে ২০১৪ সকাল ১১:৩০
174648
নেহায়েৎ লিখেছেন : বারাকাল্লাহুমা ফিকুম
227823
২৯ মে ২০১৪ সকাল ১০:৪৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মসজিদে নামাজ পড়ার মূল থিমটাই হোল সাম্য প্রতিষ্ঠা করা, সুতরাং বিশেষ কোন সমস্যা না থাকলে (যেমন যদি কারো অ্যাালার্জির সমস্যা থাকে) আলাদা ব্যাবস্থা ব্যাতিরেকে নামাজ পড়াই ভাল।
২৯ মে ২০১৪ সকাল ১১:৩২
174650
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। যথার্থ বলেছেন। আল্লাহর কাছে বিচার্য বিষয় ত্বাকওয়া। কোন সামাজিক মর্যাদা নয়।
227826
২৯ মে ২০১৪ সকাল ১০:৫১
ইমরান ভাই লিখেছেন : জায়গা দখল ভাই জায়গা দখল। Rose Rose Thumbs Up Thumbs Up
২৯ মে ২০১৪ সকাল ১১:৩৪
174651
নেহায়েৎ লিখেছেন : আমি যখন প্রথম বর্তমান এলাকায় আসি বাসা ভাড়া নিয়ে। প্রথম দিকের ঘটনা। আমি জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথম কাতারে ডান দিকে এক জায়গায় তাহিয়তুল আদায় করে বসে আছি। তখন পিছন থেকে এক লোক আমার পিঠে গুতায় আর ডাকে! আমি ফিরে তাকালাম,
সে বলল- ভাই এটা হাজী সাব এর জায়গা!!! এখান থাইকা হইরা বন।
২৯ মে ২০১৪ দুপুর ১২:০৪
174680
ইমরান ভাই লিখেছেন : Surprised Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File