কিসের মা দিবস

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১১ মে, ২০১৪, ১২:১৯:২৩ দুপুর

ফেসবুক আর ব্লগে আজ দেখি মাকে নিয়ে লেখার ছড়াছড়ি!!!

মায়ের জন্য বিশেষ কোন দিন নেই। সব দিন-ই মায়ের জন্য।

মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। (আল হাদীস)

বেশিরভাগ দিবসের উৎপত্তি দেখা যায় পশ্চিমাদের থেকে। যারা উৎশৃঙ্খল জীবন যাপন করে আর আনুষ্ঠানিকতা খুব পছন্দ করে।। বৃদ্ধ হলেই মা-বাবাকে রেখে আসেন বৃদ্ধাশ্রমে! আর বৎসরের বিশেষ বিশেষ কিছু দিনে কার্ড পাঠিয়ে বা শুভেচ্ছা জানিয়ে কিছু লোক দেখানো আনুষ্ঠানিকতা পালন করে থাকে। ধিক্কার জানাই ওদের এই মা দিবসকে।

ওদের কাছে আমাদের শেখার কিছু নেই। মায়ের জন্য ইসলাম যে শিক্ষা দেয় তাই আমরা শিখি তাই আমরা গ্রহণ করি, যদি মুসলিম হয়ে থাকি।

যদি ইসলামের প্রকৃত শিক্ষা আমরা পাই তাহলে পশ্চিমাদের থেকে ধার করা এই বিশেষ মা দিবস আমাদের পালন করতে হবে না!!!

আমার কথায় কেউ কষ্ট নিবেন না। আমি সবার পাগলামি দেখে খুব কষ্ট নিয়ে এই লেখা লিখলাম।

(অ্যানা জারভিস ১৮৬৪ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়েবস্টারে জন্মগ্রহণ করেন। অ্যানা ছিলেন ১১ ভাইবোনের মধ্যে নবম। তার মা'র খুব ইচ্ছা ছিল জীবিত এবং মৃত সব মায়েদের জন্য কোনো স্মৃতিস্তম্ভ তৈরি করা। এজন্য অ্যানার মা নিজেই ‘মাদারস ফ্রেন্ডশিপ ডে' প্রচলনের ব্যাপারে উদ্যোগী ছিলেন। ১৮৬৫ সালে অ্যানা জারভিসের মা প্রুন্টিটাউনের কোর্ট হাউজে মাদারস ফ্রেন্ডশিপ ডে প্রচলন করেন এবং কয়েক বছরের মধ্যে এটা বার্ষিক এক উৎসবে পরিণত হয়। ১৯০২ সালে অ্যানার বাবা গ্র্যানভিল জারভিসের মৃত্যুর পর তার মা এবং বোন লিলি ফিলাডেফিয়াতে তার ভাই কডের সঙ্গে থাকার জন্য চলে যান। এর কিছু দিন পরই অ্যানা জারভিসের মাও মারা যান। ১৯০৫ সালের ৯ মে তার মা মিসেস জারভিস মারা গেলে অ্যানা জারভিস সিদ্ধান্ত নেন যে মা'র সম্মানে কিছু করবেন যা মায়েদের সম্মান বৃদ্ধিতে কাজ করবে। পরিশ্রমী এবং শিল্পোন্নত দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অধিকাংশ পূর্ণবয়স্ক সন্তানই তাদের মাতা-পিতার প্রতি বেশ অবহেলা প্রদর্শন করে- এটা অ্যানা ল্য করেছেন তখন থেকেই। তিনি ঠিক করেন জাতীয় পর্যায়ে একটি মা দিবসের সূচনা করে মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা-ভালোবাসার চর্চাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবেন। জাতীয় মা দিবস প্রতিষ্ঠার জন্য অ্যানা প্রচারণা চালাতে শুরু করেন ১৯০৭ সালে।)

বিষয়: বিবিধ

১৫১৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220164
১১ মে ২০১৪ দুপুর ১২:২১
বিন হারুন লিখেছেন : খুব ভাল লাগল. মা তো মা, এ বন্ধনতো আল্লাহ'র দেওয়া অশেষ রহমত.
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৬
167840
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমার লেখায় শব্দগত কিছু ভুল আছে। ক্ষমাপ্রার্থী
(
১১ মে ২০১৪ দুপুর ০১:৫৪
167866
বিন হারুন লিখেছেন : Day Dreaming
০৯ মার্চ ২০১৫ সকাল ১০:১৯
249071
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। জি সঠিক বলেছেন।
220171
১১ মে ২০১৪ দুপুর ১২:৩২
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহুখায়রান। অত্বিয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আর ইসলামে বৃদ্ধাশ্রমের কোন স্তান নেই।
০৯ মার্চ ২০১৫ সকাল ১০:১৯
249070
নেহায়েৎ লিখেছেন : বারাকাল্লাহুমা ফিকুম। ভাই কেমন আছেন? একটু দেরী হয়ে গেল জবাব দিতে।
220175
১১ মে ২০১৪ দুপুর ১২:৪১
আবু আশফাক লিখেছেন : পশ্চিমারা ঐ বিশেষ একটি দিনেই তাদের মা-বাবা, বন্ধুদের স্মরণ করে। ইসলাম আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে নিষেধ করেছে, যেটা তাদের কাছে অজানা। আমাদের মুসলিমদের মাঝেও ইসলাম না মানার কারণে পশ্চিমাদের মতোই মা-বাবাকে বিশেষ দিনে স্মরণের সংস্কৃতি গড়ে উঠছে, যা থেকে নতুন প্রজন্মকে বিরত রাখতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার।
০৯ মার্চ ২০১৫ সকাল ১০:১৮
249069
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। আপনি অনেক সুন্দর কথা বলেছেন ভাই। আপনি বাহিরে নাই আপনার কথা মনে পড়ে।
220176
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : একটি দিবস যদি মাকে ভালবাসার জন্য নতুন করে জাগরন করে তাহলে তো দোষের কিছু দেখিনা,
খারাপ দিবস বাদ হোক কিন্তু যে দিবস মানুষকে ভুলত্রুটি থেকে মুক্ত করে নতুন কিছু কিংবা ভাল কিছু শিক্ষা দেয় তাহলে তো দোষের কিছু দেখিনা,
আমাদের ইসলাম ধর্মে দিবস বলে কিছু নেই, তবে আছে দুই ঈদ
এই দুই ঈদ মানুষকে ঝগড়া বিবেদ ভুলে বন্ধু হাত বাড়াবার জন্য উদ্দেশ্য। অন্য কোন উদ্দেশ্য।
এখন এই মুহুর্তে আমাদের যে ভুল ত্রুটি গুলো হচ্ছে তম্মধ্যে অন্যতম হচ্ছে মা বাবাকে অবহেলা করা কিংবা বিয়ের পর মা বাবা বৃদ্ধ হলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার বিভিন্ন ফায়তারা করা,
অনেক এমন পরিবার আছে যারা প্রতিদিনই তাদের বৃদ্ধ মাবাবকে বিভিন্ন ভাবে শারিরীক মানসিক নির্যাতন করে যাচ্ছে,
অথচ তারা জানে এই ক্ষেত্রে ইসলামের ভুমিকা কী???
কিন্তু জানলেও কিছু করার নেই, তবে স্বরন করিয়ে দেয়ার জন্য আমরা যদি একটি আলাদা দিনের ব্যবস্থা করে থাকি তাহলে আমাদের নতুন প্রজম্ম একটু করে হলেও তার মাবাবকে ভালবাসার হাতলষ্পর্শ দিতে উদ্যাগ নিবে।
এই যে বাবা মাকে নিয়ে কত লেখা দেখতেছি এই লেখা কেউ লেখার উত্সাহ পেতনা যদি একটি আলাদা দিবস দিয়ে তাদের স্বরন না করা হতো
তবে তার অর্থ এই যে, অন্যদিনে তাকে ভালবাসা যাবেনা,
যা কিছু ভাল তা গ্রহনীয় আর যা কিছু মন্দ তা বাঞ্চনীয়।
হোক পশ্চিমা হোক দক্ষিনা কালচার।
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৫
167839
নেহায়েৎ লিখেছেন : মা দিবসের সূচনা যেভাবে :
ঐতিহাসিক ও গবেষকগণ লিখেছেন, মা দিবস উদযাপন প্রথম শুরু হয়েছে গ্রিসে। গ্রিকরা তাদের মাতা-দেবীর পূজা করত। যার নাম হল ‘রিয়া’। এটা তারা বসন্তকালীন উৎসবের একটি অংশ হিসাবে উদযাপন করত। প্রাচীন রোমেও এ রকম দিবস উদযাপন করা হতো ‘সাইবল’ দেবীর প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। তাদের ধর্মীয় বিশ্বাস মতে ‘সাইবল’ হল সকল দেব-দেবীর মাতা। খৃষ্টপূর্ব প্রায় ২৫০ সালে রোমে ধর্মীয় উৎসব হিসাবে একটি দিবস পালন করা হত, যার নাম ছিল ‘হিলারিয়া’। অর্থাৎ দেবী মাতা ‘রিয়ার’ সম্মানে। এটা উদযাপনের সময় ছিল ১৫ই মার্চ থেকে ১৮ই মার্চ। গ্রিক ও রোমান পৌত্তলিক সমাজে দেব-দেবীর মায়ের প্রতি ধর্মীয়ভাবে শ্রদ্ধা জানাতে এ সব দিবস পালন করা হত, এটাই পরবর্তীকালে মা দিবস হিসাবে চালু করা হয়েছে বিভিন্ন দেশে।
গবেষকগণ তাদের গবেষণায় আরো দেখিয়েছেন যে, রোমানরা খৃষ্টধর্ম গ্রহণ করার ফলে যখন পৌত্তলিক ধর্ম পালনে বাধাগ্রস্ত হল, এবং তারাই খৃষ্টধর্মকে বিকৃত করে তাতে অনেক পৌত্তলিক ধ্যান-ধারণা প্রবেশ করাল, তখন এরই অংশ হিসাবে খ্রিস্টান পাদ্রি ও ধর্মযাজকরা সংস্কার করে এ দিবসকে মাতা মেরী (মরিয়ম আ.) এর প্রতি সম্মান জানানোর জন্য বরাদ্দ করে দিল। এ থেকে মায়ের প্রতি সম্মান জানানোর জন্য খ্রিস্টান সমাজে একটি দিবসের প্রচলন শুরু হয়। ১৬০০ খৃষ্টাব্দে ইংল্যান্ডের যুবক-যুবতীরা এ দিনটাকে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের জন্য উপহার সামগ্রী ক্রয় ও প্রদান করার জন্য বেছে নেয়। এটা হল ইংল্যান্ডের কথা। আর আমেরিকার ঘটনা একটু ভিন্ন।
আমেরিকার এক নারী চিন্তাবিদ, নাম ‘অ্যানম জারাফস’। নিজের মাকে অত্যন্ত ভালোবাসতেন। মায়ের ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে জীবনে বিবাহ করেননি। সে পড়াশোনা করেছেন পশ্চিম ভার্জিনিয়ায় চার্চ নিয়ন্ত্রিত একটি স্কুলে। তার মায়ের মৃত্যুর দু’বছর বছর পর, সে আন্দোলন শুরু করল যে, মায়ের স্মরণে একদিন সরকারী ছুটি দিতে হবে। তার অনুভূতি হল, মায়েরা সন্তানদের জন্য সারা জীবন যা করেন, তা সন্তানেরা অনুভব করে না। তাই যদি এ উপলক্ষে একটি ছুটি দেয়া হয়, একটি দিবস পালন করা হয়, তাহলে সন্তানদেরকে মায়ের ভূমিকা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া সম্ভব যাবে। তার আন্দোলনে আমেরিকান কংগ্রেসের অনেক রাজনীতিবিদ একাত্মতা ঘোষণা করল। এ ধারাবাহিকতায় ১৯০৮ সালের ১০ই মে প্রাথমিকভাবে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া, ফ্লোরিডা, ওকালাহোমা ও পেনসালভানিয়াতে মা দিবস পালন শুরু হয়। ১৯১০ সালে এ সব অঙ্গরাজ্যে সর কারী ভাবে মা দিবস ও তাতে ছুটি পালন শুরু হয়। এটা হল আমেরিকায় মা দিবস পালনের সূচনা। এরপর ১৯১১ সাল হতে সমগ্র আমেরিকায় সর কারী ভাবে মা দিবস পালিত হয়। আমেরিকান কংগ্রেস
১৯১৩ সালের ১০ই মে এটা সর কারী ভাবে অনুমোদন করে। তারা মে মাসের প্রথম রবিবারকে মা দিবস পালনের দিন হিসেবে নির্ধারণ করে। আমেরিকার অনুকরণে মেক্সিকো, কানাডা, ল্যাটিন আমেরিকা, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশে শুরু হয় মা দিবস পালন। বর্তমানে আমেরিকার আনুগত্যশীল সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশেও এ দিবস পালন প্রচলন করার চেষ্টা করছে।
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৭
167841
নেহায়েৎ লিখেছেন : দেশে দেশে মা দিবস :
যদিও আমেরিকায় এটা পালিত হয় মে মাসের প্রথম রবিবার, কিন্তু অন্যান্য দেশে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। যেমন, নরওয়েতে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। আর্জেন্টিনায় পালিত হয় অক্টোবর মাসের দ্বিতীয় রবিবারে। লেবাননে পালিত হয় বসন্তের প্রথম দিনে। দক্ষিণ আফ্রিকায় পালিত হয় মে মাসের প্রথম রবিবারে। ফ্রান্সে ও সুইডেনে পালিত হয় মে মাসের শেষ রবিবারে। জাপানে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবারে। দেখা গেল তারিখে ভিন্নতা থাকলেও রবিবারে মা দিবস পালনে সকলের ঐক্যমত হয়েছে। এরই মাধ্যমে
স্পষ্টভাবে বুঝা যাচ্ছে, এটা খ্রিস্টানদের নিজস্ব সংস্কৃতি। ইসলাম অনুসারীরা কখনো এটা অনুসরণ করতে পারে না। মনে রাখতে হবে আমরা মুসলমান হয়ে আমেরিকার কাছে দায়বদ্ধ নই যে, সকল ক্ষেত্রে তাদের আনুগত্য, দাসত্ব ও অন্ধ অনুকরণ বজায় রাখতে হবে। যাদের গোলামী করার মানসিকতা আছে তারাই কেবল এটি করতে পারে। মুসলমানরা নয়।
220177
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৫
নেহায়েৎ লিখেছেন : মা দিবসের সূচনা যেভাবে :
ঐতিহাসিক ও গবেষকগণ লিখেছেন, মা দিবস উদযাপন প্রথম শুরু হয়েছে গ্রিসে। গ্রিকরা তাদের মাতা-দেবীর পূজা করত। যার নাম হল ‘রিয়া’। এটা তারা বসন্তকালীন উৎসবের একটি অংশ হিসাবে উদযাপন করত। প্রাচীন রোমেও এ রকম দিবস উদযাপন করা হতো ‘সাইবল’ দেবীর প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। তাদের ধর্মীয় বিশ্বাস মতে ‘সাইবল’ হল সকল দেব-দেবীর মাতা। খৃষ্টপূর্ব প্রায় ২৫০ সালে রোমে ধর্মীয় উৎসব হিসাবে একটি দিবস পালন করা হত, যার নাম ছিল ‘হিলারিয়া’। অর্থাৎ দেবী মাতা ‘রিয়ার’ সম্মানে। এটা উদযাপনের সময় ছিল ১৫ই মার্চ থেকে ১৮ই মার্চ। গ্রিক ও রোমান পৌত্তলিক সমাজে দেব-দেবীর মায়ের প্রতি ধর্মীয়ভাবে শ্রদ্ধা জানাতে এ সব দিবস পালন করা হত, এটাই পরবর্তীকালে মা দিবস হিসাবে চালু করা হয়েছে বিভিন্ন দেশে।
গবেষকগণ তাদের গবেষণায় আরো দেখিয়েছেন যে, রোমানরা খৃষ্টধর্ম গ্রহণ করার ফলে যখন পৌত্তলিক ধর্ম পালনে বাধাগ্রস্ত হল, এবং তারাই খৃষ্টধর্মকে বিকৃত করে তাতে অনেক পৌত্তলিক ধ্যান-ধারণা প্রবেশ করাল, তখন এরই অংশ হিসাবে খ্রিস্টান পাদ্রি ও ধর্মযাজকরা সংস্কার করে এ দিবসকে মাতা মেরী (মরিয়ম আ.) এর প্রতি সম্মান জানানোর জন্য বরাদ্দ করে দিল। এ থেকে মায়ের প্রতি সম্মান জানানোর জন্য খ্রিস্টান সমাজে একটি দিবসের প্রচলন শুরু হয়। ১৬০০ খৃষ্টাব্দে ইংল্যান্ডের যুবক-যুবতীরা এ দিনটাকে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের জন্য উপহার সামগ্রী ক্রয় ও প্রদান করার জন্য বেছে নেয়। এটা হল ইংল্যান্ডের কথা। আর আমেরিকার ঘটনা একটু ভিন্ন।
আমেরিকার এক নারী চিন্তাবিদ, নাম ‘অ্যানম জারাফস’। নিজের মাকে অত্যন্ত ভালোবাসতেন। মায়ের ভালোবাসা অক্ষুণ্ণ রাখতে জীবনে বিবাহ করেননি। সে পড়াশোনা করেছেন পশ্চিম ভার্জিনিয়ায় চার্চ নিয়ন্ত্রিত একটি স্কুলে। তার মায়ের মৃত্যুর দু’বছর বছর পর, সে আন্দোলন শুরু করল যে, মায়ের স্মরণে একদিন সরকারী ছুটি দিতে হবে। তার অনুভূতি হল, মায়েরা সন্তানদের জন্য সারা জীবন যা করেন, তা সন্তানেরা অনুভব করে না। তাই যদি এ উপলক্ষে একটি ছুটি দেয়া হয়, একটি দিবস পালন করা হয়, তাহলে সন্তানদেরকে মায়ের ভূমিকা সম্পর্কে কিছুটা ধারণা দেয়া সম্ভব যাবে। তার আন্দোলনে আমেরিকান কংগ্রেসের অনেক রাজনীতিবিদ একাত্মতা ঘোষণা করল। এ ধারাবাহিকতায় ১৯০৮ সালের ১০ই মে প্রাথমিকভাবে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়া, ফ্লোরিডা, ওকালাহোমা ও পেনসালভানিয়াতে মা দিবস পালন শুরু হয়। ১৯১০ সালে এ সব অঙ্গরাজ্যে সর কারী ভাবে মা দিবস ও তাতে ছুটি পালন শুরু হয়। এটা হল আমেরিকায় মা দিবস পালনের সূচনা। এরপর ১৯১১ সাল হতে সমগ্র আমেরিকায় সর কারী ভাবে মা দিবস পালিত হয়। আমেরিকান কংগ্রেস
১৯১৩ সালের ১০ই মে এটা সর কারী ভাবে অনুমোদন করে। তারা মে মাসের প্রথম রবিবারকে মা দিবস পালনের দিন হিসেবে নির্ধারণ করে। আমেরিকার অনুকরণে মেক্সিকো, কানাডা, ল্যাটিন আমেরিকা, চীন, জাপান ও আফ্রিকার বিভিন্ন দেশে শুরু হয় মা দিবস পালন। বর্তমানে আমেরিকার আনুগত্যশীল সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশেও এ দিবস পালন প্রচলন করার চেষ্টা করছে।
220178
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৭
নেহায়েৎ লিখেছেন : দেশে দেশে মা দিবস :
যদিও আমেরিকায় এটা পালিত হয় মে মাসের প্রথম রবিবার, কিন্তু অন্যান্য দেশে কিছুটা ব্যতিক্রম দেখা যায়। যেমন, নরওয়েতে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবার। আর্জেন্টিনায় পালিত হয় অক্টোবর মাসের দ্বিতীয় রবিবারে। লেবাননে পালিত হয় বসন্তের প্রথম দিনে। দক্ষিণ আফ্রিকায় পালিত হয় মে মাসের প্রথম রবিবারে। ফ্রান্সে ও সুইডেনে পালিত হয় মে মাসের শেষ রবিবারে। জাপানে পালিত হয় মে মাসের দ্বিতীয় রবিবারে। দেখা গেল তারিখে ভিন্নতা থাকলেও রবিবারে মা দিবস পালনে সকলের ঐক্যমত হয়েছে। এরই মাধ্যমে
স্পষ্টভাবে বুঝা যাচ্ছে, এটা খ্রিস্টানদের নিজস্ব সংস্কৃতি। ইসলাম অনুসারীরা কখনো এটা অনুসরণ করতে পারে না। মনে রাখতে হবে আমরা মুসলমান হয়ে আমেরিকার কাছে দায়বদ্ধ নই যে, সকল ক্ষেত্রে তাদের আনুগত্য, দাসত্ব ও অন্ধ অনুকরণ বজায় রাখতে হবে। যাদের গোলামী করার মানসিকতা আছে তারাই কেবল এটি করতে পারে। মুসলমানরা নয়।
220179
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৮
নেহায়েৎ লিখেছেন : মুসলমানরা কেন মা দিবস বর্জন করবে – প্রথমত:
মাকে সম্মান করা, ভালোবাসা, তার সাথে সদাচরণ করা, তার সেবা করা ইসলামে একটি ইবাদত। এ ইবাদতের পন্থা-পদ্ধতি ইসলামে নির্ধারিত। এ ক্ষেত্রে নতুন কোন বিষয় বা পদ্ধতি পালন বিদআত বলে গণ্য হবে। ইসলাম মাকে যেভাবে গুরুত্ব দিয়েছে অন্য কোন ধর্ম বা সমাজ ততটা দেয় নি। মায়ের জন্য একটি দিবস পালন করলে, দায়িত্ব আদায় হয়ে যাবে বলে ধারণা দেয়ার চেষ্টা করার মানে হল, মাকে সর্বদা গুরুত্ব দেয়ার সময় আমার নেই। অথচ ইসলাম মাকে সর্বদাই গুরুত্ব দিতে বলেছে, এমনকি নিজের স্ত্রী, সন্তানদের চেয়েও।
রাসূলুল্লাহ (সা) ঘোষণা করেছেন:
(١٦/١٢ ﻢﻠﺴﻣ) .در ﻮﻬﻓ ﺎﻧﺮﻣأ ﻪﻴﻠﻋ ﺲﻴﻟ ﻼﻤﻋ ﻞﻤﻋ ﻦﻣ
“যে কেউ এমন আমল করবে, যার ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত।”১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন :
(ﻢﻠﺴﻣو ٢٦٩٧ يرﺎﺨﺒﻟا هاور) .در ﻮﻬﻓ ﻪﻨﻣ ﺲﻴﻟ ﺎﻣ اﺬﻫ ﺎﻧﺮﻣأ ﰲ ثﺪﺣأ ﻦ
“যে ব্যক্তি আমাদের এ ধর্মে এমন কিছুর প্রচলন করবে, যার প্রতি আমাদের নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত।”২

দ্বিতীয়ত:
খ্রিস্টানদের অনুকরণে মা দিবস পালন করার অর্থ হল: তাদের ধর্মীয় বিষয়কে সানন্দে গ্রহণ করা, ধর্মীয় বিষয়ে তাদের আনুগত্য করা, তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা। এটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
هاور .ﻢﻬﻨﻣ ﻮﻬﻓ مﻮﻘﺑ ﻪﺒﺸﺗ ﻦﻣ : لﺎﻗ ﻢﻠﺳو ﻪﻴﻠﻋ ﷲا ﲆﺻ ﷲا لﻮﺳر نأ ﲈﻬﻨﻋ ﷲا ﴈر وﺮﻤﻋ ﻦﺑ ﷲا ﺪﺒﻋ ﻦﻋ ﲏﺎﺒﻟﻷا ﻪﺤﺤﺻو دواد ﻮﺑأ
সাহাবী আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
“যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্যতা রাখবে, সে তাদের দলভুক্ত।”৩
এ হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ. বলেন: এ হাদীসের বাহ্যিক অর্থ হল: যে কাফেরদের সাথে সাদৃশ্যতা রাখবে, সে কাফের হয়ে যাবে। যদি এ বাহ্যিক অর্থ (কুফরির হুকুম) আমরা নাও ধরি তবুও কমপক্ষে এ কাজটি যে হারাম, তাতে সন্দেহ নেই।
মা দিবস পালন যে খ্রিস্টানদের আবিষ্কার, এটা উপরের আলোচনায় পরিষ্কার হয়ে গেছে।
মুসলমান হয়েও যারা ইসলাম পছন্দ করে না, তাদের জন্য আমাদের কোন বক্তব্য নেই। আমাদের এ বক্তব্য তাদের জন্য যারা ইসলামকে পছন্দ করেন এবং সামর্থ্যনুযায়ী সে অনুসারে নিজ জীবন পরিচালনায় আগ্রহী। ইহুদি, খ্রিস্টান, হিন্দু কিংবা বৌদ্ধ, তাদের কোন ধর্মীয় আচার বা কৃষ্টি-কালচার মুসলমানদের জন্য অনুসরণ বৈধ নয়। এ প্রসঙ্গে কুরআন ও হাদীসে যথেষ্ট বাণী, আদেশ-নিষেধ রয়েছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, যারা জীবনের সকল কিছুকে পাশ্চাত্যকরণ করতে আগ্রহী। এমনকি আমাদের ধর্ম ও সংস্কৃতিকেও। ইসলামের প্রশ্নে তারা হীনমন্যতায় ভুগে। তাদের জন্য আমাদের কোন উপদেশ উপকারে আসবে বলে আমরা মনে করি না।

220180
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৮
নেহায়েৎ লিখেছেন : মা দিবস পালনের প্রয়োজনীয়তা কী -
পাশ্চাত্যের দেশসমূহে নীতি-নৈতিকতার অধঃপতন ও ভোগবাদী চিন্তা-ভাবনা এত প্রবল যে, সেখানে মাতা-পিতার খেদমত বা সেবার কথা কল্পনাও করা যায় না। সে সকল দেশে অগণিত প্রবীণ আশ্রম রয়েছে। বৃদ্ধ মাতা-পিতাকে তারা এ সকল আশ্রমে ভর্তি করিয়ে দেয়। তারা শেষ বয়সে এসে নিঃসঙ্গ জীবন যাপন করে। মুসলিম দেশের লোকজন যখন তাদের সম্পর্কে জানার জন্য তাদের মুখোমুখি হয়, জিজ্ঞেস করে প্রবীণ আশ্রমে কেমন কাটছে আপনার দিনকাল? তখন তারা বলে, এতো এক নরক। আমরা নরকে আছি। শেষ বয়সে অনেককে মনে পড়ে কিন্তু তাদের দেখতে পাই না।
এ সকল দেশে নৈতিকভাবে অধঃপতিত মানুষেরা যদি বছরের একটি দিন তাদের মা বাবাকে ভালোবাসা জানানোর জন্য বরাদ্দ করে তখন তাতে ক্ষতি কী?
কিন্তু আমরা মুসলিমরা মা দিবস পালন করব কোন দুঃখে? আমরাতো আল−াহর রহমত ও তাঁর করুণায় প্রতিদিন মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, খেদমত করি, খোঁজ-খবর নেই। তাকে প্রবীণ আশ্রমে নির্বাসনে পাঠাই না। আমাদের দেশ ও সমাজে এ দিবসের আমদানি করে কি এ মেসেজ দেয়া হচ্ছে যে, মায়ের জন্য এত কিছু করার প্রয়োজন কি? এত সময়ই বা কোথায়? বছরে একটি দিন তাদের জন্য বরাদ্দ করে দাও! ব্যস তাদের হক আদায় হয়ে যাবে?
আল্লাহ আমাদের মুসলমানদের এ ধরনের অনৈতিক আচরণ ও চিন্তাভাবনা থেকে রক্ষা করুন!

আল্লাহ রাব্বুল আলামীন ও তাঁর রাসূল মায়ের প্রতি যত্ন ও ভালোবাসা নিতে যা বলেছেন যেভাবে বলেছেন এমন কেহ বলে নি, বলতে পারে নি।
আল্লাহ তাআলা বলেন:
ةرﻮﺳ .اﺮﻬﺷ نﻮﺛﻼﺛ ﻪﻟﺎﺼﻓو ﻪﻠﲪو ﺎﻫﺮﻛ ﻪﺘﻌﺿوو ﺎﻫﺮﻛ ﻪﻣأ ﻪﺘﻠﲪ ﺎﻧﺎﺴﺣإ ﻪﻳﺪﻟاﻮﺑ نﺎﺴﻧﻹا ﺎﻨﻴﺻوو

١٥ :باﺰﺣﻷا

আমি মানুষকে মাতা-পিতার সাথে সুন্দর আচরণের তাগিদ দিয়েছি। তার মা অনেক কষ্টে তাকে গর্ভে ধারণ করেছে এবং বহু কষ্ট করে ভূমিষ্ঠ করেছে। গর্ভে ধারণ করা ও দুধ পান করানোর (কঠিন কাজের) সময়কাল হলো আড়াই বছর।৪
তিনি আরো বলেন:
.ﲑﺼﳌا ﱄإ ﻚﻳﺪﻟاﻮﻟو ﱄ ﺮﻜﺷا نأ ﲔﻣﺎﻋ ﰲ ﻪﻟﺎﺼﻓو ﻦﻫو ﲆﻋ ﺎﻨﻫو ﻪﻣأ ﻪﺘﻠﲪ ﻪﻳﺪﻟاﻮﺑ نﺎﺴﻧﻹا ﺎﻨﻴﺻوو
١٤ :نﲈﻘﻟ ةرﻮﺳ
আমি মানুষকে তার মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে। আর দুধ ছড়ানো হয় দু’বছরের মধ্যে। এ নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার মাতা-পিতার প্রতি কৃতজ্ঞ হও।৫
220181
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৯
নেহায়েৎ লিখেছেন : আবু হুরাইরা রা. বলেন: এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে হাজির হয়ে জিজ্ঞেস করল: ইয়া রাসূলুল্লাহ! আমার সুন্দর আচরণের সবচাইতে বেশি হকদার কে? তিনি বললেন: তোমার মা। সে পুনরায় জিজ্ঞেস করল, এরপর কে? তিনি বললেন: তোমার মা। সে পুনরায় জিজ্ঞেস করল, তারপর কে? তিনি বললেন: তোমার মা। সে আবারও জিজ্ঞেস করল এরপর কে? তিনি বললেন: তোমার পিতা।৬

বাহ্য ইবন হাকিম তাঁর পিতার সূত্রে তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন: আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ ! আমি কার সাথে সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? তিনি বললেন: তোমার মায়ের সাথে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কার সাথে? তিনি বললেন: তোমার মায়ের সাথে। তিনি আবারও জিজ্ঞেস করলেন: তারপর কার সাথে? এবারও তিনি বললেন: তোমার মায়ের সাথে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কার সাথে? তিনি বললেন: তোমার পিতার সাথে। অতঃপর পর্যায়ক্রমে নিকটতম আত্মীয়-স্বজনের সাথে।৭
মিকদাম ইবন মা’দিকারুবা রা. থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন, অর্থাৎ তাদের সাথে সদাচরণ করার আদেশ দিচ্ছেন। একথা তিনি তিনবার বললেন । নিশ্চয় আল্লাহ তোমাদের পিতাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ পর্যায়ক্রমে নিকটবতীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। (সদাচারের) ৮
উল্লেখিত কয়েকটি বাণীর প্রতি লক্ষ্য করে দেখুন! এ ধরনের আরো অসংখ্য নির্দেশ রয়েছে মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য।
আমাদের ভুলে গেলে চলবে না যে, শয়তান মানুষের আমলকে বরবাদ করার জন্য ভাল কাজের সাথে এমন কিছু মিশ্রণ ঘটায়, যার কারণে তার ভাল কাজটি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যায়। মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে যেয়ে আমরা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণে লিপ্ত না হয়ে যাই। প্রতি মুহূর্তে, প্রতিদিন আমরা মাকে ভালোবাসব, তাকে শ্রদ্ধা করব, তার সেবা করব, তার কথা মান্য করব, তাকে উপহার দেব, তার মনে সামান্য কষ্ট লাগে বা তিনি বিরক্ত হন এমন কোন কথা বা কাজ আমরা সর্বদা পরিহার করব। এটা হল মহান রাব্বুল আলামীন ও ইসলামের নবীর নির্দেশ। কোন দিন বা সময়ের সাথে এ নির্দেশটাকে সীমাবদ্ধ করা হয় নি। যদি কেহ করতে চান সেটা হবে সীমা লঙ্ঘন।
১০
220182
১১ মে ২০১৪ দুপুর ১২:৪৯
নেহায়েৎ লিখেছেন : তথ্যসূত্র:

১ সহীহ মুসলিম ১৬/১২
২ সহীহ আল-বুখারী ২৬৯৮, সহীহ মুসলিম
৩ আবু দাউদ

৪ সুরা আল-আহকাফঃ ১৫
৫ সুরা লুকমান ঃ ১৪
৬ সহিহ আল বুখারী, এইচ এম সাঈদ কম্পানী,আদব মঞ্জিল, করাচী, কিতাবুল আদব, ২খ, পৃ;৮৮২; সহিহ মুসলিম, প্রাগুক্ত আরো দ্রঃ ইবন মাজাহ, পৃ. ২৬০ আল মুসতাদরাক, ৪খ, পৃ. ১৫০ ফাতহুর রব্বানী ১৯খ , পৃ. ৩৮

৭ আল মুস্তাদরাক, ৪খ, পৃ. ১৫০;
৮ ইবনে মাজাহ; পৃ. ২৬০
১১
220200
১১ মে ২০১৪ দুপুর ০২:০৯
কইবো কথা বাসর রাতে লিখেছেন : চরম লিখেছেন বস চরম। পশ্চিমা সংস্কৃতি কত সহজে আমরা লালন করে চলছি বছরের পর বছর।
০৯ মার্চ ২০১৫ সকাল ১০:১১
249068
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। আপনি ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File