মুমিনের গুনাবলী

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৫:২৩ সকাল

০১. মুমিন অদৃশ্যে বিশ্বাসী হবে।

০২. মুমিন সালাতে বিনয়ী এবং নম্র হবে।

০৩. মুমিন অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে।

০৪. মুমিন যাকাতের প্রক্রিয়ায় সক্রিয় থাকবে।

০৫. মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করবে।

০৬. মুমিন আমানত ও ওয়াদা রক্ষা করে।

০৭. মুমিন নিজের সালাতের ব্যাপারে যত্নরবান হয়।

০৮. মুমিন ভীত হয়ে যায় আল্লাহ স্মরণে।

০৯. মুমিনের ঈমান আল্লাহর আয়াতের সম্মুখীনে বেড়ে যায়।

১০. মুমিন এক আল্লাহর উপরই ভরসা করে।

১১. মুমিন সালাত কায়েম করে।

১২. মুমিন আল্লাহর দেয়া রিজিক থেকে দান করে।

১৩. মুমিন রবের আয়াতের প্রতি ঈমান আনে।

১৪. মুমিন রবের সাথে কাউকে শরীক করে না।

১৫. মুমিন আল্লাহর যমীনে নম্রভাবে চলে।

১৬. মুমিনের আচরণ মূর্খতার জবাবে হয় শান্তিপূর্ণ।

১৭. মুমিন রাত কাটায় আল্লাহর ইবাদতে।

১৮. মুমিন সর্বদা আল্লাহর আজাব হতে পানাহ চায়।

১৯. মুমিন অপচয় করে না কৃপণও হয় না।

২০. মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করে না।

২১. মুমিন মিথ্যাবাদী বা মিথ্যা সাক্ষী হবে না।

২২. মুমিনরা হবে পরস্পর ভাই ভাই।

২৩. মুমিন হবে ধৈর্যশীল।

২৪. মুমিন হবে সত্যবাদী।

২৫. মুমিন হবে আল্লাহর অনুগত বান্দা।

২৬. মুমিনের জান-মাল একমাত্র আল্লাহর জন্য বিসর্জন হবে।

২৭. মুমিন হবে তাওবাকারী।

২৮. মুমিন হবে ইবাদতকারী।

২৯. মুমিন হবে আল্লাহর প্রশংসাকারী।

৩০. মুমিন আল্লাহর যমীনে ভ্রমণ করে।

৩১. মুমিন রুকুকারীদের সাথেই রুকু করে।

৩২. মুমিন সৎকাজে আদেশ এবং অসৎকাজে নিষেধ করে।

৩৩. মুমিন আল্লাহর দেয়া সীমা রক্ষা করে।

৩৪. মুমিন কখনও নিরাশ ও হতাশ হয়না।

৩৫.

বিষয়: বিবিধ

৩৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File