মুনাফিকরাই ইসলামের বড় শত্রু - পর্ব-১
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ মার্চ, ২০১৪, ০৯:৫৮:২৫ সকাল
মুসলমানদের জন্য কাফের এর চাইতে বড় শত্রু মুনাফিকরা!!!
-
-
-
কুফর আরবী শব্দ যার অর্থ ঢেকে রাখা বা আবরণ সৃষ্টি করা বা অস্বীকার করা বুঝায়। আর যিনি ঢেকে রাখেন বা অস্বীকার করেন তাকে কাফের বলা হয়। এটা হলো শাব্দিক অর্থ। আরবী ভাষায় কৃষককে কাফের বলা হয়। কৃষক শস্যবীজ জমিতে মাটি দ্বারা ঢেকে রাখেন তাই কৃষক হলো কাফের। এটা পারিভাষিক অর্থে।
আমরা সাধারণভাবে মনে করি। যারা মুসলিম নয় তারাই কাফের। কিন্তু সব অমুসলিমই কাফের নয়। কিন্তু সব অমুসলিমকেই আমরা মুশরিক বলতে পারি। ইসলাম ধর্মে বিদ্বেষীদেরকেও আমরা কাফের বলি।
পৃথিবীর আদিযুগ হতেই শয়তান মানুষের পিছনে লেগে আছে। যার কারণে ধর্ম বিদ্বেষীরাও আছে যুগে যুগে। শয়তান শত কূট-কৌশলে মুসলিমদের ঈমান হরণে সর্বদাই ব্যাস্ত। আমরাও সর্বদাই আল্লাহর নিকট শয়তানের কূমন্ত্রণা হইতে আশ্রয় না চাইলে ক্ষতিগ্রস্থের মধ্যেই নিপতিত থাকব।
কাফেরদের চাইতে মুসলমানদের বড় শত্রু হলো মুনাফিকরা। কাফেররা ইসলামের প্রকাশ্য শত্রু। আর মুনাফিকরা হলো ছদ্মবেশী গোপন শত্রু। তাই এদের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা কাফেরদের চাইতে অনেক বেশি।
যারা নিজেদের মুসলমান পরিচয় দেন কিন্তু ইসলামের ক্ষতি সাধনে ব্যাস্ত তারাই মুনাফিক। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্নস্তরে। আল্লাহ আমাদের মুনাফেকী হইতে হেফজত করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আমাদের মুনাফেকী হইতে হেফজত করুন। আমীন।
মন্তব্য করতে লগইন করুন