আহলে হাদীস কারা- ০২

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২০ অক্টোবর, ২০১৩, ০৯:৩৯:৩০ সকাল

আহলে হাদীসদের পীরঃ-

আহলে হাদীসদের পীর হচ্ছেন মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ

আহলে হাদীসদের বৈশিষ্ট্যঃ-

১।তাদের নিকট কোন কিছু পেশ করলে আগে তারা তার যাচাই করে সহী নাকি যয়িফ না জাল হাদীস।

২।সব কিছুর উর্ধ্বে আল্লাহ ও তার রাসুল।

৩।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ শেষ নাবী ও রাসুল মানা কে ইমানের অন্যতম শর্ত মানি।

৪।রাসু্লুল্লাহ সাঃ নুরের তৈরী নন আমাদের মত মাটির তৈরী সর্বশ্রেষ্ট মানুষ ও নাবী সাঃ।

৫।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ ছাড়া ভুলের উর্ধ্বে কেউ নয়।

৬।মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ এর ৪ খলিফাকে খুলাফায়ে রাশেদীন বলে বিশ্বাস করা।

৭।আল্লাহ নিরাকর নয় ও আরশে সমাহীন।

৮।যতবড় জ্ঞানী বা শক্তিশালী ব্যাক্তি হোক না কেন কোরআন ও সহী হাদীসের বিপরীত হলে তার কথা মানে না আর কোরআন ও সহী হাদীসের পক্ষে হলে গোলামের মত মানে

৯।ইমান বাড়ে ও কমে বলে বিশ্বাস করে।

১০।আবু হানীফা (রহ),ইমাম মালেক (রহ),ইমাম শাফেয়ী (রহ),ইমাম আহমাদ (রহ) ৪ ইমাম কে আমরা শ্রদ্ধা করি।

১১।কারও তাকলীদ বা অন্ধ অনুসরন করে না।

১২।শুধু সহীহ এবং হাসান হাদীসকেই আমলের যোগ্য মানে ।

১৩।ইলমে গায়েবের কথা একমাএ আল্লাহ জানে।

১৪।মির্জা আহমেদ কাদিয়ানী কে অমুসলিম মানে।

১৫।এক সাথে ৩ তালাক দিলে এক তালাক গন্য হবে।

বিস্তারিত আহলে হাদীসের পরিচয় বই এ দেখুন।

আহলে হাদীস সম্পর্কে ভুল ধারনাঃ-

১।অনেকে মনে করে এরা আহলে হাদীস ও শাফেয়ী রা এক মত

২।অনেকে মনে করে আহলে হাদীসরা মাযহাব মানে না মানে লা মাযহাব (নেই মাযহাব)হ্যাঁ আহলে হাদীসরা বানোয়াট মাযহাব মানে না ।কারন ৪ ইমাম কখনই বলেননি তোমরা আমাদের অনুসরন করো কিন্তু তারা বলে গেছে নবী সাঃ কে অনুসরন করতে।আর মাযহাব মানার কোন আদেশ পবিএ কোরআন ও সহী হাদীসে নাই।

৩।অনেকে মনে করে মুহাম্মদ বিন আঃ ওহাবের শির্ক ও বিদআতের বিরুদ্ধে আন্দোলন।আর আহলে হাদীস এর মতবাদ আজ থেকে ২০০ শত বছর আগে সৃষ্টি হয়েছে।

ক।প্রত্যক যমানায় আহলে হাদিসগন হাদীস লিপিবদ্ধ করে তার পূর্ণ হেফাযত করে আসছে।(মুকাদ্দিমা হিদিয়া ১১৪ পৃঃ)

খ।আহলে হাদীসের অস্তিত্ব ইমাম আবু হানিফার যুগে ছিল।তিনি বাগদাদে আগমন করলে একজন আহলে হাদীস তাকে পাকা খেজুর এর সাথে শুষ্ক খেজুর বিক্রয় করা যায়েজ কিনা জিজ্ঞেস করেন।(দুররে মুখতার ৩য় খন্ড ১৩০ পৃঃ)

গ।এই বিষয়ে ইজমা হয়েছে যে আহলে হাদীস গন আহলে সুন্নত ওয়াল জামাত ভুক্ত এবং তারা হকের উপর প্রতিষ্ঠিত।তাদের পশ্চাতে ইক্তিদা করা যায়েজ হিদয়া ১ম খন্ড ৫৩৮ পৃঃ

সুএঃ তরিকায় মোহাম্মদীয়া – মাওঃ মতিউর রহমান ১২ পৃঃ

আহলে হাদীসরা কি লা মাযহাব?

আহলে হাদীসরা মুসলিম।আহলে হাদীসরা ১০০% হানাফী,১০০% শাফেঈ,১০০%মালেকী,১০০% হাম্বলী।

আহলে হাদীসদের চোখে মাযহাবঃ-

মাযহাব অল্প কয়টি যেমন – হিন্দু মাযহাব,খ্রিষ্টান মাযহাব,বৌদ্ধ মাযহাব ইত্যাদি।

আহলে হাদীসদের অন্যতম বৈশিষ্টঃ-

অধিকাংশ আহলে হাদীসরা ওয়াজ মাহফিলে বা কিছু বলতে গেলে কোরআন ও সহী হাদিসের দলিল সহকারে বলে থাকে।কোন সুরা কোন আয়াত কত নং হাদীস সহকারে বলে।

বিষয়: বিবিধ

১৬৫১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356661
১১ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩০
মোহাম্মদ রিগান লিখেছেন : মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন মাঝেমাঝে কিছু পোস্ট পড়ে বোবা হয়ে যায় । এটাও মনে হয় তেমন
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫২
296674
নেহায়েৎ লিখেছেন : কারণ কি ভাই?
১৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:০৪
298287
মোহাম্মদ রিগান লিখেছেন : সুন্দর বলে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File