আহলে হাদীস কারা-০১

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৯ অক্টোবর, ২০১৩, ১২:৩২:১১ দুপুর

আহলে হাদীস এর অর্থঃ-

আহলে হাদীস আরবী ভাষা আহলুল হাদীস থেকে এসেছে আহলুল শব্দের অর্থ বংশধর বা অনুসারী।আর হাদীস অর্থ কথা বা বানী।শরীয়তের পরিভাষায় আল্লাহ ও রাসুলের কথা বা বানী কে হাদীস বলা হয়।আল্লাহ নিজে কোরআন মাজীদে তার কথা কে হাদীস বলেছেন ।যেমন – সুরা যুমার আল্লাহ অতি উত্তম হাদীস কোরআন নাযিল করেছেন।সুরা আননজম ৫৯ তোমরা কি এই হাদীস তথা কোরআন শুনে আশ্চর্যবোধ করছ?

আহলে হাদীস নাম কেন?

সাহাবা ও তাবেঈন কতৃক পৃথিবীর যে সকল প্রান্তে মুসলিম উপনিবেশ সুমহ স্হাপিত হয়েছিল তার অধিবাসী সকলেই আহলে হাদীস ছিলেন।ইসলাম আহলে হাদীস তরিকার নামান্তর মাএ ছিল বলে স্বতন্ত্রভাবে তখন আহলে হাদীস রুপে অভিহিত হবার কোন প্রয়োজন ছিল না।বিশেষতঃহিন্দের সকল মুসলিম উপনিবেশে ইসলামের প্রথম আবির্ভাবের সময় হতে ৩য় শতব্দী পর্যন্ত আহলে হাদিস গনেরই পূর্ণ প্রভাব ছিল ।পরবর্তীকালে ইসলাম জগতে ফিরকাবন্দি প্রতিষ্ঠিত হবার পূর্ব পর্যন্ত মুসলিমগনের মাযহাব ছিল আহলে হাদীস।

আহলে হাদীস কারা?

যারা কোরআন ও সহী হাদিসকে সরাসরি অনুসরন করে তারাই আহলে হাদিস।এই আহলে হাদীসদের পরিচয় জানতে হলে প্রথমেই বুঝতে হবে সাহাবায়ে কিরাম তাবেঈন,তাবে তাবেঈন ও ৪ মাযহাবের ইমাম গন আহলে হাদীস পথ ও মতের উপর প্রতিষ্ঠিত ছিল।আবু হানীফা (রহ),ইমাম মালেক (রহ),ইমাম শাফেয়ী (রহ),ইমাম আহমাদ (রহ) মাযহাব সৃষ্টির আগে তথা ইসলামের স্বর্ন যুগে ৪মাযহাব ছিল না।তখনকার মুসলিমগন কোরআন ও সুন্নাহর উপর কায়েম ছিলেন বলে তারা আহলে হাদীস নামে পরিচিত ছিল।কোরআন ও সহী সুন্নাহ বা ইসলাম যাদের মাযহাব তারাই আহলে হাদীস।তাদের আরেকটি পরিচয় হল মোহাম্মদ সাঃ এর সুন্নতের উপর প্রতিষ্টিত বলে এদের আরেক নাম আহলে সুন্নত ওয়াল জামাত ।

আহলে হাদীসদের মুলনীতিঃ-

১।একমাএ অনুসরনীয় ইমাম ও নেতা হচ্ছেন মোহাম্মদুর রাসু্লুল্লাহ সাঃ।

২।সকল প্রকার সমস্যার সমাধানে কোরআন ও সহী হাদীস অনুসারে করতে হবে।

৩। কোরআন ও সহী হাদীসে না পেলে সাহাবাগনের সিদ্ধান্ত গ্রহন করতে হবে।

৪।সাহাবাগনের সিদ্ধান্তে বা ইজমাই না থাকলে সে সকল বিষয়ে কোরআন ও হাদীস কে ভিত্তি করে আলেমগন ইজতিহাদ (শরীয়ত গবেষণা) করবেন,কোরআন বা সহী হাদীস বিরোধী ইজতিহাদ হলে চলবে না।

৫।কোনভাবেই ধর্মীয় ব্যাপারে দলিল ছাড়া কারো উক্তির অনুসরন করা চলবে না।

বিষয়: বিবিধ

৩৪৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File