ছন্দময় একটি ফেবু আড্ডা : অংশগ্রহণে- আবু আশফাক, ওহিদুল ইসলাম, নেহায়েত
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৪:২২:২৯ বিকাল
আবু আশফাক : আস সালামু আলাইকুম। বাক প্রবাসের সাথে কথা হলো। আমরা মিলন মেলা আদলে কাব্য আড্ডা দিতে চাই। মতামত দিন।
ওহিদুল ইসলাম-
আমি এখন ব্যস্ত অতি,
শুরু করছি উকালতি।
ব্লগার বন্ধু ভাইগণ,
শুনেন দিয়া মন।
কিছু মক্কেল প্রয়োজন।
করছি আয়কর উকিলগিরি,
পসার পেতে মামলা পাওয়া জরুরি।
নেহায়েত : আপনি কি এখানেই শুরু করলেন ছন্দ,
তবে এটাকে আমি একেবারে বলব না মন্দ।
আবু আশফাক :
ছন্দ কভু মন্দ নয়
সাইজ মতো হলেই হয়
মাঝে মাঝে গাড়ত্যাড়াদের
নিয়েই হয়তো কিছু ভয়।
প্রেসিডেন্ট আয়কত উকালতির চেয়ে ক্রিমিনাল উকিল হলে জমতো ভালো।
নেহায়েত :
ছন্দময় কথা যদি মোদের মাথায় ভাসে
ওদরে কথায় আমাদের কি আর যায় আসে।
আবু আশফাক :
ছন্দ দিয়ে দিব জবাব
ওদের মন্দ কথার
চালু হবে নতুন করে
অন্য রকম প্রথার।
নেহায়েত :
ঠিক বলেছেন ভাই
এটা মোদের হবি
ছন্দকথা বলি বলেই
আমরা তো নই কবি।
আবু আশফাক :
কেউ বলিবে সিন্ডিকেট আর
কেউ বলিবে কবি
মূল কথাটা বুঝতে চায় না
এটা মোদের হবি।
নেহায়েত : ইনকামট্যাক্স উকিলদের ইনকাম কিন্তু কম নয় নাইম ভাই!!!
আবু আশফাক : তাই নাকি? তাহলে আসুন প্রেসিডেন্টের মক্কেল জোগাড়ে লেগে পরি।
নেহায়েত :
মক্কেল জোগাড় করে কি বলেন লাভ
আমাদের সাথে পরে থাকবে না আর ভাব।
আবু আশফাক :
থাকবে না ক্যান থাকতেই হবে
মক্কেল যতই বাড়ুক
ভাব না রাখলেও রাখবো আমরা
যতই মোদের ছাড়ুক।
নেহায়েত :
দেখবেন ভাই এই বয়সে
বাড়লে টাকার লোভ
আমরা তখন ডাকি যদি
বাড়বে অনেক ক্ষোভ।
আবু আশফাক :
যতই বাড়ুক ক্ষোভ
টাকায় নাইতো লোভ
বাড়বে যত টাকা তাহার
কি যায় আসে কাহার।
প্রেসিডেন্ট কৈ গেলেন?
ওহীদুল ইসলাম : মক্কেল খুঁজি -আপনারা যখন দিলেননা।
আবু আশফাক :
মক্কেল দিবই দিব
উকিল খুজে নেব
বন্ধু মোদের আইনজীবী
বিলবোর্ডে নাম পাব।
নেহায়েত :
বিদ্যুৎ গিয়েছিল চলে তাই লিংক গিয়েছিল খুলে।
ওহীদুল ইসলাম :
দারুণ সব ছন্দের বাহার,
পদ্য দিয়ে আজ সারবো আহার।
নেহায়েত :
আরে ভাই পদ্য কি যায় খাওয়া
এটা দিয়ে যায় শুধু গান গাওয়া।
আবু আশফাক :
খাবার নাকি নাস্তা করবেন
বুঝে শুনে বলুন
চাইনিজ খাইতে ইচ্ছা হলে
কাব্যের আড্ডায় চলুন।
ওহীদুল ইসলাম :
নাওয়া গাওয়া আর খাওয়া
পদ্য গিললে খিদে হবে হাওয়া।
ধুত্তরি ছাই মিলছেনা ছন্দ
ওকালতির চক্করে কাব্যের উৎপত্তি বন্ধ।
নেহায়েত :
কোথায় গেল বাকপ্রবাস যাচ্ছেনাতো পাওয়া
সেকি তবে মোদের রেখে হয়ে গেল হওয়া?!
আবু আশফাক :
গদ্য নহে পদ্য ভালো সবাই যদি বলি
ফেবু ছেড়ে তবে এবার ব্লগ কুটিরে চলি।
নেহায়েত :
ব্লগে গেলে কি আর এখনই জমবে
বিকেল হচ্ছে লোকজনতো কমবে!
ওহীদুল ইসলাম :
দিননা একটা আড্ডা পোস্ট
আমরা হবো তাতে গেস্ট।
বলবো কথা ছড়ায় ছড়ায়
আড্ডা হবে পদ্য মেলায়।
আবু আশফাক :
বাক প্রবাসের বাকহীনতায় রাগ হলো কি তোমার
হযতো তাহার সময় এখন দিনের শেষে খাবার।
নেহায়েত :
কবে হতে শুরু করবেন
ছন্দময় আড্ডা
সকাল হলে ভাল হয়
বাসা দূরে বাড্ডা।
যেতে হয় তাড়াতাড়ি
গাড়ি যায় ছেড়ে
দেরিতে গেলে বাসায় গিয়ে
ভাত খেতে হয় বেড়ে!!
ওহীদুল ইসলাম : হুম, ভেরি গুড আইডিয়া, পোস্ট হোক এ নিয়া।
নেহায়েত : পোষ্টে দিলে কি আর মান-সম্মান থাকবে
সবাই তখন বলবে কথা আমায় কি আর রাখবে?!
ওহীদুল ইসলাম : করলাম আমি টস, মাজেদ ভাই বস।
উঠছে আপনার নাম, পোস্ট দেন বাড়বে যশ সুনাম।
মাথায় আসার কি দরকার
এ চ্যাটেই আছে সব ছন্দের সমাহার।
একটুখানি এডিট,
পোস্ট হবে ঠিকঠিক।
নেহায়েত : চেষ্টা করে দেখি তবে মাথায় আসছেনা। আপনারা দেখিয়ে দেন। কিভাবে শুরু করব।
এর পর........................
বিষয়: বিবিধ
৪০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন