"সালাতে হাত বাঁধা সম্পর্কে বইতে পড়া কিছু কথা"
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৭:১৬ সকাল
সালাতে হাত বাঁধা নিয়ে কিছু কথা। শুধুমাত্র বই হতে তুলে ধরলাম কোন কথা আমার নিজের নয়।
০১) সাহাবী হুলব আত-তাঈ (রাঃ) বলেন- আমি রাসুল (সাঃ) কে বাম হাতের জোড়ের (কবজির) উপরে ডান হাতের জোড় বুকের উপরে রাখতে দেখেছি।
(মুসনাদে আহমাদ, জামে তিরমিযী, হাদীস নং-২৫, তুহফাতুল আহওযায়ী ১ম খন্ড ৯০ পৃষ্ঠা)
০২) সাহাবী ওয়ায়েল বিন হুজর (রাঃ) বলেন, আমি রাসুল (সাঃ) এর সাথে সালাত আদায় করলাম। এমতবস্থায় দেখলাম যে, তিনি বাম হাতের উপরে ডান হাত স্বীয় বুকের উপরে রাখলেন। (সহীহ ইবনু খুযায়মাহ, হাদীস নং-৪৭৯, নায়লুল আওতার ৩য় খন্ড ২৫ পৃষ্ঠা)
হাত বাঁধা বিষয়ে সহীহ ইবনে খুযায়মাহতে ওয়েল বিন হুজর (রাঃ) বর্ণিত হাদীসের চইতে বিশুদ্ধতম কোন হাদীস নেই। (নায়লুল আওতার ৩য় খন্ড ২৫ পৃষ্ঠা)
এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাম হাতের উপরে ডান হাত রাখা সম্পর্কে ১৮ জন সাহাবী ও ২ জন তাবেঈ থেকে মোট ২০টি হাদীস বর্ণিত হয়েছে। ইমাম ইবনু আব্দিল বার বলেন, রাসুল (সাঃ) থেকে এর বিপরীত কিছু বর্ণিত হয়নি এবং এটাই জমহুর সাহাবা ও তাবেঈনের পদ্ধতি। (সালাতুর রাসুল (সাঃ) পৃষ্ঠা-৪৮)
নাভীর নিচে হাত বাঁধার মুসান্নাফ ইবনে আবী শায়বা ও অন্যান্য হাদীস গ্রন্থে চারজন সাহাবী ও দু'জন তবেঈ থেকে চারটি হাদীস ও দুটি আসার বর্ণিত হয়েছে সেগুলো সম্পর্কে হাদীস বিদ মুহাদ্দিসীনের বক্তব্য-
(যঈফ হওয়ার কারণে) এগুলির একটিও দলিল হিসাবে গ্রহণযোগ্য নয়। দেখুন মিরআতুল মাফাতীহ শরহে মিশকাতুল মাসাবীহ ১ম খন্ড, ৫৫৭-৫৫৮ পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াযী শরহে জামে তিরমিযী ২য় খন্ড ৮৯ পৃষ্ঠা)
এখন দেখি হানাফী মাযহাবের বড় বড় বিদ্বানের মতামত-
০১) আল্লামা শায়খ হায়াত সিন্ধী হানাফী ফতগুল গায়েব পুস্তকে লিখেছেন যে, 'তাহতাস সুররাহ' (নাভীর নিচে) শব্দটি ইবনে আবী শায়বার আসল গ্রন্থে নেই।- (মিরআতুল মাফাতীহ ১ম খন্ড ৫৫৮ পৃষ্ঠা)
০২) আল্লামা যায়লায়ী হানাফী বলেন, ইবনে দা-সার রেওয়ায়েত ছাড়া আবু দাউদের সমস্থ সংস্করণে নাভীর নিচে হাত বাঁধার শব্দটি পাওয়া যায় না। (নাসবুর রায়াহ ১ম খন্ড ৩১৩ পৃষ্ঠা)
০৩) হানাফী মাযহাবের মহাবিদ্বান আল্লামা আইনী বলেন, নাভীর নীচে হাত বাঁধা হাদীসটির সনদ রাসূল (সাঃ) পর্যন্ত বিশুদ্ধ নয়। এটা আলী (রাঃ) এর উক্তি হতে পারে। কারণ ঐ বর্ণনার মাঝেও গোলমাল আছে। আর উক্তির সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক কুফী আছেন, যাকে ইমাম আহমদ বলেন লোকটি একেবারে বাজে।- (ওমদাতুল ক্বারী, মোল্লা আলী ক্বারী হানাফী ৫ম খন্ড ২৭৯ পৃষ্ঠা)
০৪) হেদায়ার ব্যাখ্যাকার আল্লামা ইবনুল হুমাম হানাফীঃ ইমাম নবভী বলেছেন, আবু দাউদ ও মসনদে আহমাদে বর্ণিত হাদীসটি যঈফ হওয়ার ব্যাপারে সবাই একমত। (ফাতহুল কাদীর, ১ম খন্ড ১১৭ পৃষ্ঠা)
০৫) আল্লামা সানাউল্লাহ পানিপথী হানাফীল উস্তাদ আল্লামা মাযহার জানে-জানা মোজাদ্দেদী হানাফী বুকে হাত বাঁধা হাদীসটিকে প্রাধান্য দিতেন এবং তিনি নিজেও বুকে হাত বাঁধতেন।- (আইনুল হেদায়া ১ম খন্ড ১১৬ পৃষ্ঠা)
বিষয়: বিবিধ
৩৬২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন