"এক আত্মভোলা দরবেশের গায়েবী খবর"

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০৪:২০ দুপুর

মাওলানা যাকারিয়াহ (রহঃ) লিখেছেন, আবূ যায়দ কুরতবী নামে এক শাইখ বলেন, আমি শুনেছি যে ব্যাক্তি সত্তর হাজার বার "লা ইলাহা ইল্লাল্লাহ" পড়ে সে জাহান্নামের আজাব থেকে নাজাত পাবে। আমি এখবর শুনে এক নিসাব অর্থাৎ সত্তর হাজার বার নিজের বিবির জন্য পড়লাম এবং কয়েকটি নিসাব নিজের জন্য পড়ে আখিরাতের পুঁজি বানালাম।

আমাদের নিকটে এক নব যুবক থাকত, যার সম্পর্কে প্রসিদ্ধ ছিল যে, ইনি সাহিবে কাশফ। জান্নাত ও দোযখ তার কাশফে (অন্তদৃষ্টিতে) প্রতিফলিত হতো। ব্যাপারটির সঠিকতায় আমার দ্বিধা ছিল। একবার ঐ নব যুবকটি আমাদের সাথে খাওয়ায় শরিক হল। হঠাৎ সে চিৎকার করে ওঠে এবং তার নিশ্বাস বড় বড় হতে লাগল। সে বলল যে আমার মা দোযখে পুড়ছে। তার অবস্থা আমার নজরে পড়েছে। কুরতুবি বলেন, আমি তার ঘাবড়ানো অবস্থাটা দেখছিলাম। আমার মনে হলো যে, একটি নিসাব তার মায়ের নামে বখশিয়ে দেই- যা দ্বারা ওর সত্যতার অভিজ্ঞতা আমারও হয়ে যাবে। তাই আমি নিজের জন্য সত্তর হাজার বারের যে কোর্স পড়েছিলাম ওর মধ্যে থেকে একটি কোর্স তার মাকে বখশিয়ে দিলাম। আমি আমার মনে চুপে চুপেই তা বখশেছিলাম ফলে আমার পড়ার খবর আল্লাহ ব্যতীত আর কেউই জানত না। পরে যুবকটি বলে উঠে তার মাকে দোযখের আজাব থেকে সরিয়ে নেয়া হয়েছে। কুরতুবি বলেন যে, এই ঘটনা দ্বারা আমার দু'টো উপকার হয়েছে। প্রথমতঃ সেই বারাকাতের, যা সত্তর হাজার বার আমি পড়েছিলাম। আর দ্বিতীয়তঃ সেই নব-যুবকের সত্যের প্রতি আমার বিশ্বাস জন্মে গেল।

(তাবলীগী নিসাব- ৫৭৬ পৃষ্ঠা)

বিষয়: বিবিধ

১৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File