কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-৮
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৩ আগস্ট, ২০১৩, ১১:১৪:৫৫ সকাল
২৯) বাচ্চাদের জন্য পরিত্রাণ চাওয়ার দু'আ-
"আ'ঈযুকুমা- বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শায়ত্ব-নিওঁ ওয়া হা-ম্মাতিও, ওয়া মিন কুল্লি 'আইনিল লা-ম্মাহ।"
অর্থ- 'প্রত্যেক শাইত্বন হতে আল্ল-হর পূর্ণ কালিমাহ দ্বারা তোমাদের দু'জনের জন্য পরিত্রাণ চাচ্ছি। আর পরিত্রাণ চাচ্ছি প্রত্যেক বিষাক্ত কীট হতে এবং প্রত্যেক ক্ষতিকর চক্ষু হতে। (বুখারী, মিশকাত হাঃ১৪৪৯/১৩)
৩০) সন্তান ও পরিবারের জন্য দু'আ-
"রব্বানা লিইউক্বীমুস সলা-তা ফাজ'আল আফয়িদাতাম মিনান না-স তাহবী ইলাইহিম ওয়ারঝুক্বহুম মিনাস সামার-তি লা'আল্লাহুম ইয়াশকুরূন।"
অর্থ- 'হে আমাদের প্রতিপালক! তারা যেন সলা-ত ক্বায়িম করে। মানুষের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফলাদি দ্বারা রুজি দান কর। সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে।" (সুরা ইব্রাহীম, আয়াত-৩৭)
৩১) "রব্বানা- হাবলানা- মিন আযওয়া-জিনা-ওয়া যুররিইয়া-তিনা কুররাতা আ'ইউনিউঁ ওয়াজ'আলনা-লিলমুত্তাক্বীনা ইমা-মা-।"
অর্থ-'হে আমাদের পালন কর্তা! আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তক্বীদের জন্য আদর্শ স্বরূপ করুন।" (সুরা ফুরক্বান, আয়াত-৭৪)
বিষয়: বিবিধ
২৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন