কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-০৭
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০১ আগস্ট, ২০১৩, ১১:৫৪:৩৬ সকাল
২৬) জান্নাত চাওয়া ও জাহান্নাম হতে বাঁচার দু'আ-
''আল্ল-হুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আ'উযুবিকা মিনান না-র।''
অর্থ- 'হে আল্ল-হ! আমি তোমার নিকট জান্নাত চাই এবং জাহান্নাম হ'তে বাঁচতে চাই।' (আবূ দাউদ, সহীহ ইবনু মাজাহ ২/২৩৮)
২৭) অন্তরকে পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখার দু'আ-
''আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন মুংকারা-তিল আখলাক্ব, ওয়াল আমা-লি ওয়াল আহওয়া-আ।''
অর্থ- হে আল্ল-হ! আমি আশ্রয় চাই চরিত্র, কর্ম, ও প্রবৃত্তির অনিষ্ট হতে। (মিশকাত হাঃ ২৩৫৭/১৪)
২৮) অন্তরকে সবসময় আল্ল-হর আনুগত্যে রাখার দু'আ-
''আল্ল-হুম্মা মুস্বররিফাল কুলূব, স্বররিফ কুলূবানা- 'আলা-ত্ব-'আতিক।"
অর্থ- হে অন্তর পরিবর্তনকারী আল্ল-হ! আমাদের অন্তরকে তোমার আনুগত্যের প্রতি পরিবর্তন কর। (মুসলিম, মিশকাত হাঃ ৮৩/১১)
বিষয়: বিবিধ
২৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন