আমার ইঞ্জিনিয়ার ভাতিজা!!!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ জুলাই, ২০১৩, ১০:৩৭:১৪ সকাল
আমার ভাতিজা। দেখতে এতছোট হলে কি হবে! ভীষণ ভাল ছেলে! অনেক বড় ইঞ্জিনিয়ার সে। আমার ভাইয়ের ডেক্সটপটা মেরামত করেছে বহু আগেই! এখন অপেক্ষায় আছি, আশায় আছি, কবে তার ল্যাপটপটাও মেরামত করে। যেদিন দেখবেন, ভাতিজার বাবা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে, দুই ঠ্যাং চারদিকে ছড়িয়ে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে চিৎকার করছে, হায়! হায় রে-! গেলরে গেল গেল! আমার ডেক্সটপটার মতো ল্যাপটপটাও গেল!! সেদিন বুঝবেন ভাতিজা কাম ফাইনাল করে ফেলেছে-!!! দেখতে পাবেন ব্লগে নয়।
(নিচে এখানে)
https://www.facebook.com/bd.ohidul/posts/10200402725896345?comment_id=5006364&offset=0&total_comments=6¬if_t=feed_comment_reply
বিষয়: বিবিধ
১৫১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন