কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-০৫

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২২ জুলাই, ২০১৩, ১১:২১:১৯ সকাল

১৯) মৃতকে কবরে রাখার দু'আ-

''বিসমিল্লা-হি ওয়া 'আলা মিল্লাতি রসূলিল্লা-হ।

অর্থ- আল্ল-হর নামে ও রসূল (সাঃ) এর সুন্নতের উপর রাখছি। (তিরমিযী হাঃ৯৮৫)

২০) ক্ববর জিয়ারতের দু'আ-

''আসসালা-মু 'আলাইকুম আহলাদ দিয়া-রি মিনাল মু'মিনীনা ওয়াল মুসলিমীনা ওয়া ইন্না- ইন শা-আল্ল-হু বিকুম লালা-হিকূন নাসআলুল্ল-হা লানা- ওয়া লাকুমুল 'আ-ফিয়াহ।''

অর্থ- ক্ববরবাসী মু'মিন ও মুসলমানদের প্রতি সালাম বর্ষিত হোক, অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হব ইনশা-আল্লাহ। আমরা আল্ল-হর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি। (মুসলিম মিশকাত হাঃ১৬৭৩)

২১) ভীত সন্ত্রস্ত অবস্থায় বল-

''লা- ইলা-হা ইল্লাল্ল-হু।""

অর্থ- আল্ল-হ ছাড়া প্রকৃতপক্ষে কোন উপাস্য নাই। (সহীহ বুখারী হাঃ৫৯৭৪)

২২) স্বামী-স্ত্রী মিলনের দু'আ-

''বিসমিল্লা-হি আল্ল-হুম্মা জান্নিবনাশ শাইত্ব-না ওয়া জান্নিবিশ শাইত্ব-না মা- রাযাক্বতানা-।''

অর্থ- আল্ল-হর নামে মিলিত হচ্ছি। হে আল্ল-হ! তুমি আমাদের নিকট হতে শাইত্বনকে দূরে রাখ। আর এই মিলনে যে সন্তান তুমি আমাদের দিবে তাকেও শাইত্বনের অনিষ্ট হতে দূরে রাখ। (সহীহ বুখারী হাঃ৫৯৪০)

বিষয়: বিবিধ

১৭৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File