হাফ ডজন লিমেরিক (শেষ পর্ব)

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৬ জুলাই, ২০১৩, ১২:০৪:৩৫ দুপুর

(১)

পুকুরঘাটে করবা গোসল সাবান মেখে

চুলার উপর তরকারীটা দেখবা চেখে

আকাশ নীল

উড়ছে চিল

মাঠে ছাগল এক্ষুণি যাও আসবে দেখে!

(২)

রেগে গেছি শেষকালে কত আর পারব

লাঠি নিয়ে বসে আছি ধরে তাকে মারব

নেশা খোর

হয় চোর

ভেবেছে কি এইবার ধরি যদি ছাড়ব!

(৩)

হাতের তালু দাঁতের মাজন

মুখ হাত ধুয়ে সাজনা সাজন

সূর্য ওঠে

ফুল ফোটে

চলছে চুলোয় রুটি ভাজন!

(৪)

ছিঃ ছিঃ কোন মুখে একথা যায় বলা

না পড়ে ক্লাসে খেয়েছি যে কানমলা

বিলের ধারে

পুকুর পাড়ে

ক্ষেত হতে চুপিসারে খেয়েছি পাকাকলা!

(৫)

ছড়াটা লিখেছি আমি নিজে আগাগোড়া

বলেছিতো আমি নই আর কারো লেখাচোরা

নিজে লিখি

পড়ে দেখি

মন খারাপ হয়ে যায় না যদি মিলে জোড়া!

(৬)

ঐ যে বলেছিলাম বোঝনি কি কাহারা

সেই রাতে গ্রামেতে এসেছিল যাহারা

বাঁধে কূলা

খায় মূলা

চৌকিদার ডেকে এনে বসিয়েছি পাহারা!

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File