হাফ ডজন লিমেরিক (পর্ব- ৪)

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৯ জুন, ২০১৩, ১১:২১:৫৭ সকাল

(১)

করো শুধু খাই খাই আরে ভাই বসোনা

মজা করে খাও তুমি চায় যেটা রসনা

তালের পাখা

মায়ায় মাখা

খুব বেশি খাও তুমি করে দেই ঘোষণা!

(২)

কাঠফাটা কি-যে রোদ ছোটে শুধু ঘর্ম

আহা আহা একি দশা পুড়ে যায় চর্ম

কূপের জল

বাঁশের তল

বলে লোকে গাঁয়ে গাঁয়ে বুঝেছ মর্ম!

(৩)

আহা কি-যে বরষা সুন্দর বৃষ্টি

ভূনা আর খিচুরী টক-ঝাল-মিষ্টি

অফিস ছুটি

হেসেই কূটি

চোখ খুলে দাওনা বাহিরে দৃষ্টি!

(৪)

আদা রসুন হলুদ বাটো

পেঁয়াজ মরিচ অল্প কাটো

হাসি মুখ

দেখে সুখ

পথ চলতে আস্তে হাটো!

(৫)

এলাটিং ব্যালাটিং আইলোরে

দেশটারে ওরা ভাই খাইলোরে

মরে মানুষ

উড়ে ফানুস

এত সাহস ওরা কোথায় পাইলোরে!

(৬)

রাগটা ভীষণ আমার ভাইয়ের ওইযে যেটা কনিষ্ঠ

আমি বলি করলে এমন হবে যে তোর অনিষ্ট

গাঁয়ের বাড়ি

মধুর হাড়ি

যে যাই বলুক তবুও মোরা দুইজনে খুব ঘনিষ্ট।

বিষয়: বিবিধ

১৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File