হাফ ডজন লিমেরিক (পর্ব-৩)

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৭ জুন, ২০১৩, ১১:২২:৩৭ সকাল

(১)

ঝিরি ঝিরি হাওয়ায় মেতে

ঢেউ খেলে যায় ধানে ক্ষেতে

সবুজ বন

উতল মন

মনটা যে চায় উড়ে যেতে!

(২)

বলল যা সে একটু আগে

সেই কথা মোর চিত্তে লাগে

কেনই দিস

কথার বিষ

বিবেক কি তোর নাহি জাগে!

(৩)

গাছের ডালে পাখির বাসা

জাগায় মনে নতুন আশা

সুখের নীড়

হোকনা ধীর

হবেই এবার ভালবাসা!

(৪)

বলল দাদা দিল্লী যাব

মন্ডা মিঠাই লাড্ডু খাব

কোমর কষে

ভাবছে বসে

পঁয়সা কড়ি কোথায় পাব!

(৫)

স্বপ্ন দেখে অনেক বড় অল্পনা

বসে বসে রাতদিন করে কত কল্পনা

যাবই ঢাকা

অনেক টাকা

ভাবছে মানুষ সত্য এটা গল্পনা!

(৬)

নেটে বসে করছে সে চ্যাট

বসে বসে ভরবে কি প্যাট

বেকার বোকা

খাচ্ছে ধোঁকা

বলের সাথে মিলছেনা ব্যাট!

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File