হাফ ডজন লিমেরিক (পর্ব-২)
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ জুন, ২০১৩, ১২:১৪:৪০ দুপুর
(১)
হাতটা দিয়ে শরীর মুছে
দুঃখগুলো দাওনা ঘুচে
হলুদ জামা
কিনছে মামা
নিজের কথা কেইবা পুছে!
(২)
পড়ার টেবিল বইটা খোলা
ভাবছে বসে আত্মভোলা
চাপড় কষা
মরছে মশা
বুদ্ধি বিবেক শিকেয় তোলা!
(৩)
মেঘলা আকাশ বাদলা দিনে
বোয়াল মাছটা আনল কিনে
পথের ধারে
নজর কাড়ে
রান্না কি হয় লবণ বিনে!
(৪)
ঘটছে দেশে আজব ব্যাপার
গরু ছাগল পড়ছে পেপার
মানুষ কাঁদে
পড়ছে ফাঁদে
কারণটা কি নয়কো ক্ষ্যাপার!
(৫)
মারছে মানুষ মরছে মরুক
যা খুশি তাই করছে করুক
বাবার দেশ
স্বাধীন বেশ
জাগছে মানুষ লড়ছে লড়ুক!
(৬)
বাইরে ভীষণ হাওয়া দিল
জানলাগুলো খোলাই ছিল
ভরছে ডেক
ডাকছে ভেক
পরদাগুলো উড়িয়ে নিল!
বিষয়: বিবিধ
১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন