চাইযে কতো টাকা
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১২ জুন, ২০১৩, ১১:২৪:৫৩ সকাল
টাকা ছাড়া হয়না কিছু
টাকাই যেন সব,
টাকায় হবে শান্তি সুখ আর
টাকায় কলরব।
টাকা দিয়েই কিনতে পার
মস্ত খুশির পাহাড়,
টাকায় তুমি করতে পার
মন্ডা মিঠাই আহার।
টাকা দিয়েই গড়তে পার
মস্ত দালান বাড়ি,
ইচ্ছে মতো পারবে নিতে
নিউ মডেলের গাড়ি।
টাকা যে এক মহা ভেষজ
টাকার অনেক গুণ,
পকেট ভরা থাকলে টাকা
ভাল থাকে মন।
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন