চোরের কাছে চন্দ্রিমা

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৮ জুন, ২০১৩, ১০:৩০:৩৬ সকাল



সিঁদ কেটে সে পেটটা চালায়-চুরি যে তার পেশা,

নিশি রাতের অন্ধকারে - বাড়ে যে তার নেশা।

জোস্নারাতে বেজার থাকে-চাঁদটাকে দেয় গালি,

এত সুন্দর চাঁদকে বলে - পড়বে মুখে কালি।

চাঁদনীরাতে দাওয়ায় বসে-উদাস হয়ে ভাবে,

চুরি করতে না পারলে-কালকে সে কি খাবে!

অন্ধকারে চলতে পথে - আছে সবার বাতি,

অনর্থক এই চাঁদটা এসে-পেটে মারে লাথি।

চাঁদকে তার বিশ্রী লাগে - মাঝে কতো দাগ,

দিনে দিনে বাড়ে যে-তার চাঁদের উপর রাগ।

পূর্ণিমাতে চাঁদকে দেখে - পায়না ভেবে কূল,

এত আলোর বান দেখে-সে ছেঁড়ে মাথার চুল।

এমন রাতে চুরি করতে - হয়তো খাবে ধরা,

জেলজুলুমের ভয়ও আছে-পড়বে যে হাত কড়া।

রাতের বেলা চাঁদের আলো-লাগে ভীষণ বাজে,

কি কারণে চাঁদটা উঠে - কিইবা লাগে কাজে!!

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File