খানা-পিনার ছড়া
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০২ জুন, ২০১৩, ১১:৫১:১২ সকাল
দাদা দাদী খায় পান, সিগারেট চাচ্চু,
আইসক্রীম খেয়ে খোকা, দেয় শুধু হ্যাচ্চো।
দুপুরেতে ভাত খাই, নাস্তাতে পরোটা,
মন্ডা বা মিঠাই পেলে, খোকা চায় বড়োটা।
অফিসেতে কফি খাই, চায়ে আর জমেনা,
দিনে দিনে বাড়ে ক্ষুধা, খাওয়া যেন কমেনা।
অফিসে যেতে বাসে, খাই ঠেলা ধাক্কা,
এসে গেছে মধু মাস, আম খাব পাক্কা।
বিরানীতে জাগে লোভ, সাথে থাকে পানীয়,
উঠতিরা বিড়ি খেলে, কান ধরে টানিয়ো।
আমরাতো মাছ খাই, সাপ খায় চিনেরা,
মানুষ যদি সব খায়, কি খায় জ্বিনেরা?
মহাজনে সুদ খায়, ঘুস খায় কালো বিড়ালে,
এখন প্রকাশ্যে খায়, আগে খেতো আড়ালে।
ছোটকালে দাদার হাতে, খেয়েছিতো কানমলা,
এখন রুচি নেই ছোটদের, খায়নাতো একনলা।
শ্রমিক আর মজুরেরা, দিন আনে দিন খায়,
অনাহারেও থাকে তারা, রোজ নাহি খেতে পায়।
ভিখারীরা তাড়া খায়, বিবেক তাই নাড়া খায়,
চাহিদাটাও বেশি নয়, ওরা শুধু খেতে চায়।
টোকাই টুকিয়ে খায়, ভাগ্যে যা জোটে তার,
চুরি করে খেলে কিছু, কভূ নাহি পায় পার।
কিল চড় লাথি খায়, আরো খেতে হয় জুতা,
গালি খেতে হয় রোজ, কেউ যদি পায় ছুতা।
বিষয়: বিবিধ
২৫৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন