ভালবাসি
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৫:১৫ দুপুর
ভালবাসি এই বাংলার শীতল সবুজ মাঠ,
ভালবাসি ছোট্ট নদীর ছোট্ট খেয়াঘাট।
ভালবাসি বিলের ধারের গাঁঙচিল পাখি,
ভালবাসি প্রিয়ার দুটি কাজল কালো আঁখি।
ভালবাসি মন মাতানো রাখাল বাঁশির সুর,
ভালবাসি শীতের সকাল খেজুর রস আর গুড়।
ভালবাসি দূর্বা ছাওয়া গাঁয়ের মেঠো পথ,
ভালবাসি এক বিষয়ে সবার মতামত।
ভালবাসি প্রিয়ার মাথার দীঘল কালো চুল,
ভালবাসি সদ্যফোটা তাজা গোলাপ ফুল।
ভালবাসি ময়না টিয়ের মিষ্টি মধুর গান,
ভালবাসি হেমন্তের ঐ সোনার বরণ ধান।
ভালবাসি শরৎ কালের সাদা মেঘের ভেলা,
ভালবাসি ছোট্ট বেলার লুকোচুড়ি খেলা।
ভালবাসি প্রিয়ার হাতের একটু সুখের ছোঁয়া,
ভালবাসি বাবা-মায়ের প্রাণ ঢালানো দোয়া,
ভালবাসি মেঘের ফাঁকে বিজলি মেয়ের মুখ,
ভালবাসি কষ্ট পেতেও এবং একটু সুখ।
বিষয়: সাহিত্য
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন