পাহাড়ের দেশে

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৩:২০ সকাল

ওই সুদূরের পাহাড়গুলো

রোজ আমাকে ডাকে,

উদাস অনেক নয়ন মেলে

এদিক চেয়ে থাকে।

হাত ছানি দেয় বন্ধু বলে

মিষ্টি প্রলোভনে,

নিত্য নতুন মেসেজ পাঠায়

এসো আমার পানে।

গাছ-পালা আর ঝরণা পাখি

বন্ধু অনেক পাবে,

ঝরণা ধারার পানি এবং

ফল-ফলাদি খাবে।

ঐ পাহাড়ের পরে আরো

অনেক পাহাড় পরে,

ইচ্ছে হলে পরো যেতে

বন পরীদের ঘরে।

দেখবে তুমি নতুন সে দেশ

অনেক নতুন আশা,

সেথায় পাবে মন ভুলানো

অনেক ভালবাসা।

বিষয়: সাহিত্য

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File