গরুর গাড়ী

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ জানুয়ারি, ২০১৩, ১১:৩৬:৫৮ সকাল

আকাঁ-বাঁকা গাঁয়ের পথে

চলছে গরুর গাড়ী,

সেই গাড়ীতে নতুন বধু

যাচ্ছে শ্বশুর বাড়ী।

গাড়োয়ানের কন্ঠেতে গান

উদাস বাউল সূরে,

ক্যাঁচর-ক্যাঁচর আওয়াজ তুলে

গাড়ীর চাকা ঘোরে।

নতুন বধু চুপটি করে

বসে গাড়ীর কোনে,

শুন্যে তাকায় দৃষ্টি মেলে

পিছন পথের পানে।

গাড়োয়ানে হুট-হুটা-হুট

গরুরে তার হাঁকে,

ঝাঁকুনী দিয়ে চলছে গাড়ী

বাঁক ঘুরিয়ে বাঁকে।

গাঁয়ের পরে গাঁ পেরিয়ে

মাঠের পরে মাঠ,

ভর দুপুরে পৌঁছে গাড়ী

বসন্তপুর হাঁট।

গরু গুলো ক্লান্ত ভীষণ

জুড়িয়ে নেয় তায়,

হাটের পাশে থামল তারা

বটগাছটার ছায়।

ঝিলের ওপার যাচ্ছে দেখা

সামনে অচিন গাঁ,

সেই গায়েতে যাচ্ছে বধূ

কাঁপছে যে তার পা।

বিষয়: সাহিত্য

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File