স্বপ্নের দেশ

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৭ জানুয়ারি, ২০১৩, ১২:৩৬:২১ দুপুর

আজকে আমি ভীষণ একা

সবাই আমার পর,

যেথায় খুশি সেথায় যাব

তাই ছেড়েছি ঘর।

অচিন কোন পথ যদি পাই

হারিয়ে যাব দূরে,

তাই আমি আজ পর হয়েছি

আপন ছেড়ে ছুড়ে।

অজানা একস্বপ্নের দেশ

আমায় ভীষণ টানে,

একা পেলেই রোজ বলে যায়

আমার কানে কানে।

সে না-কি এক ছবির দেশ

ছবির মত ভাসে,

সেথায় কোন দুঃখই নেই

সকল মানুষ হাসে।

পরীরা গায় নিঝুম রাতে

ঘুম পাড়ানী গান,

তারারা সব সবার আপন

ছড়ায় আলোর বান।

সেই দেশেতে হাজার পাখির

হাজার মধুর সুর,

পাখির গানেই নিত্য দিনই

আসে নতুন ভোর।

আমি যাব সেই দেশে আজ

তাইতো নামি পথে,

যদি বলো তুমিও একা

নিতেও পারি সাথে।

বিষয়: সাহিত্য

১১১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File