আমাদের পাড়া

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৪ জানুয়ারি, ২০১৩, ১১:১৫:১৯ সকাল

ছবির মত সাজানো যেন

আমাদের পাড়া খানি,

সুখে-দুঃখে সবাই এক হয়ে আছি

নেই কোন হানা-হানি।

আমরা যেন এক পরিবার

এক আমাদের ঘর,

সবার মাঝে একই প্রাণ

নয় যেন কেউ পর।

বুক ভরা মোদের ভালবাসা শুধু

বিলিয়ে দেবার তরে,

একে অন্যের পাশাপাশি আছি

সারাটি জীবন ধরে।

কখনওবা হঠাৎ কালো মেঘ এসে

ছেঁয়ে যায় গোটা পাড়া,

শক্ত বাঁধনে চিড় ধরাতে

প্রাণে প্রাণে দেয় নাড়া।

মেঘ কেটে যায় দিনের আলোয়

চোখ খুলে তাই দেখি,

ভূল গুলি সব মুছে ফেলে আরো

আপন হইতে শিখি।

শত্রু নেই আমাদের কোন

নেই কোন ড়র ভয়,

শত্রু এলে ভালবেসে তারে

করে নেব সব জয়।

এই যদি হয় আমাদের পণ

এই আমাদের মন,

ইচ্ছে হলেই সারাটি জীবন

হইতে পারি আপন।

বিষয়: সাহিত্য

১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File