একই মালিকের রানা টাওয়ারেও ফাটল
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৫ এপ্রিল, ২০১৩, ০২:৩৭:৫২ দুপুর
ঢাকা: সাভার বাসস্ট্যান্ডে রানা প্লাজায় ধসের একদিন না যেতেই একই মালিকের আরেকটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে ফাটল দেখা দিয়েছে।
খবর পেয়ে সাভার থানা পুলিশ সাভার বাজার রোডের ওই টাওয়ারটি পরিদর্শন করেছে।
ভবনের পূর্ব দিকে নিচতলায় বড় আকারের ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে বেঁকে গেছে তিনতলার জানালার গ্রিল।
জানা গেছে, ৮তলা ভবনটির নিচতলায় বাটা শোরুম, দোতলায় এক্সিম ব্যাংক, তিনতলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও উপরে আবাসিক ফ্ল্যাট রয়েছে। তবে আবাসিক ফ্ল্যাটগুলো এখনো ভাড়া হয়নি।
এই ভবনের সামনের দোকানী নাজমুল হাসান বাংলানিউজকে বলেন, “ভবনটি সাত-আট বছর আগে নির্মিত হলেও কোনো আবাসিক বাসিন্দা যে কারণেই হোক ভাড়া নেননি। শুধু কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান কয়েক বছর ধরে রয়েছে।”
এ বিষয়ে পলাশী প্রাইভেট সিভিল ডিফেন্সের সৈকত আহমেদ বাংলানিউজকে জানান, তিনি সকাল পৌনে ১টার দিকে এখানে ছুটে আসেন। সব ঘুরে ঘুরে দেখেছেন। বাটা শোরুমটি গতকাল থেকেই আতঙ্কে বন্ধ রাখা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তলার এক্সিম ব্যাংকটি খোলা। তবে ফাটল দেখা দেওয়ার পর গেটে তালা লাগিয়ে সীমিত আকারে লেনদেন করছে। কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করেও শেষ পর্যন্ত ঢোকা সম্ভব হয়নি।
নিচতলার সামনের দিকে বাটা শোরুমের প্রধান পিলারটিতে দেখা গেছে বড় ফাটল।
ফাটলের খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতার ভিড় এখন রানা টাওয়ারে সামনে। চারদিক থেকে লোকজন আসছে ভবনটি একনজর দেখতে।
ভবনটির পূর্বদিকের একটি বাসার তৃতীয় তলার বাসিন্দা মমতাজ বেগম বাংলানিউজকে বলেন, “ভবনটিতে ফাটল দেখা দেওয়ার পর আমার বাচ্চারা আতঙ্কে কান্নাকাটি শুরু করেছে। খুব বিপদে আছি।
লিংক-http://www.banglanews24.com/detailsnews.php?nssl=acb7e08f69dc500584296e8177f78488&nttl=25042013191655
বিষয়: বিবিধ
১৪৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন