আকাশের কান্না
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৮ জানুয়ারি, ২০১৩, ১০:৩১:৫৯ সকাল
কি হয়েছে আকাশ তোমার
মনটা কেন ভার,
কষ্ট পেয়ে কাহার তরে
মেনেছ আজ হার।
গোমড়া মুখে গড়মড়িয়ে
হুমকি কাকে দাও,
না-কি তুমি মনের দুঃখে
কষ্টের গান গাও।
বুকের ভেতর কান্না গুলো
জমাট বাঁধা সুরে,
গানের শেষে কান্না তখন
অশ্রু হয়ে ঝরে।
মনে কত দুঃখ তোমার
কতই চোখের জল,
কিসের দুঃখে কেঁদে-কেটে
ভাসাও পৃথ্বিতল।
তোমার এমন দুঃখ দেখে
সবার দুঃখ বাড়ে,
সবাই দেখ তোমার শোকে
বাহির জগত ছাড়ে।
কখনও তুমি কতভাল
ঝরাও চাঁদের হাসি,
হঠাৎ কেন রূপ পাল্টে
সাজলে সর্বনাশী।
তোমার এমন বহুরুপীর
কারণ বুঝা দায়,
হাজার রূপের রং ছড়িয়ে
তোমার সারা গায়।
বিষয়: বিবিধ
১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন