হে প্রভু! তুমি মোদের দাও সে শক্তি
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ০৯ এপ্রিল, ২০১৬, ১১:১০:২৬ রাত
কেউ বলে বিশ্বাসের কথা
বিশ্বাসে কেউ পায় ব্যাথা
আমি বলি হে বিশ্বাস
তুমি মোরে কর ক্ষমা।
বিশ্বাসে যদি পায় মনুষ্য পরিচয়
মিছে দ্বন্দে্ব কেন তব মানবের ক্ষয়।
খোদার আইনকে যদি নাও তুলে হাতে
ক্ষমা মিলবে কি তবে বিশ্বাসের পাতে?
বিশ্বাসী যদি হয় অবিশ্বাসীর মত
দুর হবে কেমনে সমাজের ময়লা যত?
কুরআন পড়িয়া যে কুরআনের বাণী
না করিলো মনে ধারন
সে কেমনে করিবে মিথ্যারে বারণ?
সমাজে সংঘাত সে আনিবে অকারন।
পাথরের আঘাতে হারাইয়া দন্ত
রাসুল (সাঃ) নিজেরে করিয়াছে ক্ষান্ত
ব্যাথা ভূলে উপরে তুলিয়া হাত
ক্ষমা কর প্রভু! করিয়াছে মোনাজাত।
আমরা তব পারিনা কেন করিতে মাফ
চারিত্র্য মাধুর্য্য কেন পারিনা করিতে
সমাজের যত কালো-ময়লা সাফ!
হে প্রভু! তুমি মোদের দাও সে শক্তি
রাসুল (সাঃ) সেই সুন্নাত করিয়া ধারন
আনিতে পারি যেন মানবতার মুক্তি।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা আপনি কি বল্লান ভাইয়া আমাদের দাওয়াত না নাই দিলেন একটু জানালেন ও না !!
যাগগে ভাবীকে আমার সালাম বলবেন ভাইয়া । আসসালামু আলাইকুম ।
দুর হবে কেমনে সমাজের ময়লা যত? ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন