"চোরের শপথনামা"
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ০৬ মে, ২০১৫, ১১:৩৪:২৮ রাত
শুনশান জনপদ, চারিদিকে কানাঘুষা
সবাই বলছে যখন আর নাই কোন আশা
হঠাৎ এক চোরের দল, হাকিয়া উঠিল রব
ভোট দিলেই হবে সমস্যার সমাধান সব।
এরপর চারিদিকে প্রান-চাঞ্চল্য, আশার আলো
এই বুঝি কেটে গেলো মেঘ আকাশ টা হলো ভালো
নারী-পুরুষের পদ চারনায় মুখরিত জনপদ-
কেউবা সাইকেল চালিয়ে, কেউবা ঝাড়ু হাতে
নেমে পড়লো ধুয়ে ফেলতে জনতার মনের ক্ষত।
অবশেষে প্রতীক্ষীত দিন আসলো---
একরাশ স্বপ্ন নিয়ে সবার ঘুমাতে যাওয়া
রাত পোহালেই প্রতিক্ষার অবসান, হবে বুঝি নবসুচনা-
---কত কি??
কিন্তু চোর কি বদলায় চরিত্র?
চোরের মনে শংকা, যদি হেরে যাই জনমতে
হাটলো তারা সেই চেনা পথে
সমস্ত জনপদকে ঘুমিয়ে রেখে...
চোরেরা চুরির মহৌৎসবে মেতে উঠলো।
জয় হলো চোরের, হেরে গেলো সমগ্র জনপদ
মানুষের আশাগুলো ভেসে গেলো চুরির উৎসবে।
সেই চোর হবে নাকি নগর পিতা...??
আলবৎ হবে, চোরেই তো হবে পিতা চোরের
সাধারন মানুষ ঘুমে স্বপ্ন দেখে নতুন ভোরের
চলছে আয়োজন হবে নাকি চোরের শপথনামা
শুনে রেখো হে চোর! মানুষ করবেনা তোমায় ক্ষমা!
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন