ছবি ব্লগ সুইডেনে শীতকাল

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৯:০৫:৫০ রাত

সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম, উপশালা রাজার বাগানের একটি রাস্তা। উপশালা, সুইডেন।



উপশালার একমাত্র নদী, শীতকালে পানি জমে বরফ হয়ে গিয়েছে। উপশালা, সুইডেন।



গাছের উপর তুষার জমে গাছের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তুলা।



সুইডেনের কাঁশফুল। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তোলা।



সুইডেনের কাঁশফুল। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তোলা।



শীতকালে গাছে তুষার জমে গাছকে তুষার গাছে পরিনত করেছে।



শীতকালে গাছে তুষার জমে গাছকে তুষার গাছে পরিনত করেছে।



কাজ শেষে বাসায় ফিরছিলাম, বাসা যাওয়ার রাস্তা।ঊপশালা, সুইডেন।



বিশ্ববিদ্যালয় যাচ্ছিলাম, শীতের সকাল। উপশালা, সুইডেন।



শীতকালের আকাশে নতুন চাঁদ।



শীতকালের আকাশে নতুন চাঁদ।



সময় নিয়ে দেখার জন্য, ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ এত সুন্দর একটি পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের কে তার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

২১০৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298162
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৮
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৮
241426
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে
298163
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৩
দ্য স্লেভ লিখেছেন : খুবই মনোমুগ্ধকর। অনেক ভাল লাগল।জাজাকাল্লাহ
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৮
241427
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : বারাকাল্লাহ
298166
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শীতের দেশ কেমন দেখতে ইচ্ছে করে। এই জন্য পাসপোর্ট করতেছি দেখতে যাবো ইনশাল্লাহ
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৮
241428
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ইনশাল্লাহ, চলে আসেন
298182
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অত্যন্ত সুন্দর এই দৃশ্যগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২৮
241429
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : জাযাকাল্লাহ
298216
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:৫৮
কাব্য লিখেছেন : মনোরম,মনোহর দৃশ্য।
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
241747
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
298265
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৭
ইয়াফি লিখেছেন : ভালো লাগলো
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৩
241748
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
298292
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩০
হতভাগা লিখেছেন : চমতকার লাগলো ।

উপশালার অর্থটা কি ? নাকি নামই উপশালা ?
০১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৪
241749
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : জায়গার নাম উপশালা, http://en.wikipedia.org/wiki/Uppsala

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File