আমার তোলা কিছু ছবি (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৮:৩৬ রাত
ছবিগুলো আপনাদের জন্য আপলোড করা। আল্লাহর সৃষ্টি সত্যিই অপূর্ব।
Rainy season, Noyatola Saidpur. বর্ষাকালে নয়াটোলা, সৈয়দপুর।
Sunset scenery in rainy season, Noyatola, Saidpur. Bangladesh. বর্ষাকালে সূর্যাস্তের ছবি, নয়াটোলা, সৈয়দপুর।
কোপেনহ্যাগেন, ডেনমার্কে তোলা পাখি।
ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।
আমার বাসার অর্কিড।
ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।
ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।
১২ মে ২০১৪, উপশালা, সুইডেন। রাতে টিউলিপের ছবি তুলতে পারবো ভাবিনি। রাতে বাসা ফিরছিলাম হাতে ক্যামেরা ভাবলাম হেটে রওনা দেই। যখন সিটিতে পৌছালাম হাতে তখনও ঢের সময়। পাশেই দেখি টিউলিপ গুলো চেয়ে আছে আমার দিকে। ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। নিজের ভালো সময়গুলো শেয়ার করার জন্যই তো বন্ধুত্ব।
চাঁদ, ১২ মে ২০১৪, উপশালা, সুইডেন। সারাদিন মেঘে ঢাকা ছিলো আকাশ ভেবেছিলাম আজকে আর ছবি উঠানো হবেনা রাতে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ তাকিয়ে দেখি চাঁদ হাসছে আর আমায় ডাকছে, মিস করিনি, সাথে সাথেই ক্যামেরার ফ্রেমে বন্দী করেছি।
০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি
০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি
০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি
০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি
আমার বাসার অর্কিড।
রাত ৮.৫৬, সূর্য্যের আলোয় বিকেলের আকাশে কিশোর চাঁঁদ।
বিষয়: বিবিধ
২১২০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
শেষ কথা হল শেষের ছবির চাঁদ টাকে আমি ও দেখেছি ।
Thanks for sharing.
মন্তব্য করতে লগইন করুন