আমার তোলা কিছু ছবি (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৫৮:৩৬ রাত

ছবিগুলো আপনাদের জন্য আপলোড করা। আল্লাহর সৃষ্টি সত্যিই অপূর্ব।



Rainy season, Noyatola Saidpur. বর্ষাকালে নয়াটোলা, সৈয়দপুর।



Sunset scenery in rainy season, Noyatola, Saidpur. Bangladesh. বর্ষাকালে সূর্যাস্তের ছবি, নয়াটোলা, সৈয়দপুর।



কোপেনহ্যাগেন, ডেনমার্কে তোলা পাখি।



ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।



আমার বাসার অর্কিড।



ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।



ভরা চাঁদ। উপশালা, সুইডেন। ১৫ এপ্রিল ২০১৪।



১২ মে ২০১৪, উপশালা, সুইডেন। রাতে টিউলিপের ছবি তুলতে পারবো ভাবিনি। রাতে বাসা ফিরছিলাম হাতে ক্যামেরা ভাবলাম হেটে রওনা দেই। যখন সিটিতে পৌছালাম হাতে তখনও ঢের সময়। পাশেই দেখি টিউলিপ গুলো চেয়ে আছে আমার দিকে। ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করলে মন্দ হয় না। নিজের ভালো সময়গুলো শেয়ার করার জন্যই তো বন্ধুত্ব।



চাঁদ, ১২ মে ২০১৪, উপশালা, সুইডেন। সারাদিন মেঘে ঢাকা ছিলো আকাশ ভেবেছিলাম আজকে আর ছবি উঠানো হবেনা রাতে যখন বাড়ি ফিরছিলাম হঠাৎ তাকিয়ে দেখি চাঁদ হাসছে আর আমায় ডাকছে, মিস করিনি, সাথে সাথেই ক্যামেরার ফ্রেমে বন্দী করেছি।



০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি



০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি



০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি



০৩ সেপ্টেম্বর, রাত ৯.০০ টায় তোলা ছবি



আমার বাসার অর্কিড।



রাত ৮.৫৬, সূর্য্যের আলোয় বিকেলের আকাশে কিশোর চাঁঁদ।

বিষয়: বিবিধ

২১৩২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261826
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৬
ভিশু লিখেছেন : দারুণ তো! এসএলআরে তোলা?!
ভালো লাগ্লো...Happy Good Luck
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:২৪
205783
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : জ্বি ভাই, ধন্যবাদ
261842
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৭
শুভ্র আহমেদ লিখেছেন : অনেক সুন্দর তো! তিন চারটা সেভ করলাম। বিশ্বাস ই হচ্ছে না।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৪
205818
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
261845
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪১
তরিকুল হাসান লিখেছেন : ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৩
205823
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ। আপনার প্রোপিক ও সুন্দর Happy
261853
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৪
পবিত্র লিখেছেন : অন্নেক সুন্দর ছবিগুলো! সাথে আমার প্রিয় ফুল অর্কিড দেখে ভীষণ ভালো লাগলো! Happy Happy MOney Eyes MOney Eyes
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৬
205843
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
261876
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৩
আফরা লিখেছেন : আপনি তো অনেক সুন্দর ছবি ও তুলেন ভাল কবিতা ছড়াও লিখেন আবার ইসলাম সম্পর্কে ভাল জ্ঞান রাখেন তবু চুপ করে বসে থাকেন কেন ভাইয়া ।এটা আর চলবে না প্রতিদিন একটা করে পোষ্ট দিবেন আর কম পক্ষে ৫টা কমেন্ট করবেন ভাইয়া ।

শেষ কথা হল শেষের ছবির চাঁদ টাকে আমি ও দেখেছি ।
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৭
205844
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : হুমম, ডেনমার্ক বেশি দুরে না। কোন কিছুই ভালো পারিনা। যে নাকি সব বিষয়ে নাক গলায় সে কোন বিষয়েই ভালো না। Happy
261877
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৪
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৮
205845
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : এটি কোন জায়গা? ধন্যবাদ
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:২৮
205847
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গুগল ভাল বলতে পারবে...
261895
০৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৪
আজিম বিন মামুন লিখেছেন : চমৎকার ফটোগ্রাফী।শুভেচ্ছা সহ।
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
205989
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
262024
০৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনেক সুন্দর
০৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
205990
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
262822
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৩
আনিস১৩ লিখেছেন : Very nice picture.
Thanks for sharing.
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪৫
206554
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : Welcome

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File