সুখের জন্য ছোটা……. (শিক্ষনীয় গল্প)

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ১১ এপ্রিল, ২০১৪, ০৩:১৯:৪৪ রাত

একদিন এক শিক্ষক ক্লাশে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন। সবার নাম লিখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন। বেলুন গুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন।

এরপর শিক্ষক সব ছাত্রকে ৫ মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন। সবাই হুড়মুড় করে ঐ কক্ষে ঢুকলো, হন্যে হয়ে খুজতে লাগলো সবাই চিৎকার, হইহুল্লোর শুরু করলো কিন্তু কেউই ৫ মিনিটে কারো বেলুন খুঁজে পেলো না উপরন্তু অনেক বেলুন নষ্ট হয়ে গেলো।

এরপর শিক্ষক একই ভাবে আর একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যেকোন একটি করে বেলুন খুঁজতে বললেন। এবার সবাই একটি করে বেলুন পেলো।

এবার শিক্ষক সবাইকে বললেন, ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে। সবাই হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায় কিন্তু কেউ ই জানে না সুখ কোথায়। আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে। তোমরা অন্যকে সুখী কর, তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে।

সুতরাং অন্যকে সুখী করার চেষ্টা করলে নিজের সুখ পাওয়া যায়। তাই আসুন আমরা অন্যের সুখে নিজেদের সুখ খোঁজার চেষ্টা করি।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261405
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৫
আফরা লিখেছেন : শিক্ষনীয় গল্প শেয়ারের জন্য ধন্যবাদ আব্দুল হালিম ভাইয়া ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৫৩
205294
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : জাযাকাল্লাহ! ব্লগে বেড়াতে আসার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File