শিক্ষনীয় গল্প

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ১০ এপ্রিল, ২০১৪, ০৯:৩৮:১১ রাত

একজন দর্শনের প্রফেসর একদিন ক্লাশে ঢুকে তার সামনের টেবিলের উপর কিছু জিনিস রেখে দাড়ালেন। যখন ক্লাশ শুরু হলো তখন কোন কিছু না বলে একটি বড় স্বচ্ছ কাচের খালি কলস নিলের এবং সেটি কিছু বড় বড় কৌণিক পাথর নিয়ে সেটি ভর্তি করলেন।

এরপর ছাত্রদের জিগ্গেস করলেন যে, কলস ভর্তি কিনা? ছাত্ররা বললো যে, হ্যা ভর্তি।

এরপর কিছু গোলাকার পাথর তুলে নিয়ে কলসীর মধ্যে ঢেলে দিলেন সেগুলো ফাকা জায়গাগুলোতে গড়িয়ে পড়লো।

এরপর প্রফেসর জিগ্গেস করলেন যে, কলস পূর্ণ হয়েছে কিনা, তখন ছাত্ররা বললো যে হ্যা পূর্ণ হয়েছে।

এরপর প্রফেসর বালূর বাক্স বালু নিয়ে কলসের মধ্যে ঢেলে দিলেন ফলে বালুগুলো ফাকা জায়গাগুলোতে গিয়ে পুরো কলস ভর্তি করে দিলো।

এরপর আবার প্রফেসর ছাত্রদের জিগ্গেস করলেন যে, কলস পরিপূর্ণ হয়েছে কিনা, ছাত্ররা বললো যে এখন আর কোন ফাকা জায়গা নেই।

এরপর প্রফেসর ছাত্রদের বললেন, এখন তোমরা মনেকর যে, কলসটি তোমাদের জীবন। আর কলসের ভিতর যে বড় বড় পাথরগুলো আছে সেগুলো হলো তোমাদের পরিবার, তোমাদের জীবন সংগী, তোমাদের স্বাস্থ্য, তোমাদের বাচ্চাকাচ্চা- এগুলো জীবনের খুবই গুরত্বপূর্ণ, অন্য সবকিছু ছেড়ে চলে গেলেও এগুলো থাকার কারনে তোমাদের জীবন পরিপূর্ণ মনে হবে।

গোলাকার পাথরগুলো হলো এমনসব জিনিস যেমন, চাকুরী, বাড়ী, গাড়ী।

বালু হলো বাকীসব ছোটো খাটো জিনিস।

“তোমরা যদি কলসীতে প্রথমে বালু ঢেলে দাও তাহলে এটি সেটাকে প্রথমেই পরিপূর্ণ করে দিবে, সেখানে বড় বড় পাথর এবং অপেক্ষাকৃত ছোট গোলাকার পাথরগুলোর জায়গা হবে না।

জীবনের ক্ষেত্রেও একই ধরনের সাদৃস্য দেখা যায়,

যদি তোমরা তোমাদের সকল সময় এবং শক্তি ছোটখাটো জিনিসের জন্য ব্যায় কর তাহলে তোমরা কখনই জীবনের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জন্য জায়গা খুজে পাবে না।

তাই জীবনের সেসব জিনিসের দিকে বেশি মনোযোগ দাও যেগুলো জীবনে সুখী হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। নিজের বাচ্চাদের সাথে সময় ব্যায় কর, নিজের জীবন সংগীদের বাইরে ঘুরতে নিয়ে যাও।”

“বড় বড় পাথরগুলোর যত্ন আগে নাও, যেটা আসলেই গুরুত্বপূর্ণ। নিজেদের প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার দাও। বাকি সব হলো বালু”

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205855
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
205930
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৮
নূর আল আমিন লিখেছেন : এক কথায় অসাম ||
অসাধারন লিখছেন
ভাই
206013
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : ''নিজের জীবন সংগীদের বাইরে ঘুরতে নিয়ে যাও।''

০ এখানে কে কাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে ? এটা কি এক পাক্ষিক হবে ?
১২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫০
155101
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : দ্বিপাক্ষিক হতে পারে কিন্তু আমাদের কালচারে পুরুষরাই পরিবারের দ্বায়িত্বশীল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File