বাঁশেরকেল্লা পেজ উস্কানি দেয়া বন্ধ করুন।
লিখেছেন লিখেছেন দুর্গেশনন্দিনী ০৫ মে, ২০১৩, ০৮:৫৭:১৭ রাত
আমি বাঁশেরকেল্লা পেজটির এক নিষ্ঠ ভক্ত। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কিছু কিছু ব্যাপারে বাঁশেরকেল্লা উস্কানি দিচ্ছে। বাঁশেরকেল্লার একটা স্ট্যাটাস দেখলাম 'ঢাকাবাসী যার যা আছে তা নিয়ে এই জালিম সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন।' এটা করে কি খুব লাভ হবে? পুলিশের বন্দুকের সামনে জাস্ট পাখির মত লোক মরবে। সরকারের কিছুই হবে না। হয়ত রাতের অন্ধকারে লাশও গুম হয়ে যাবে। কোন ঠিক ঠিকানা থাকবে না। আসলে ফেসবুকে বসে স্ট্যাটাস দেয়া খুব সোজা কিন্তু ময়দান অনেক কঠিন। শুধু আবেগী কথা দিয়ে প্রকৃত বিজয় আসে না বরং ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেড়ে যায় যে পরবর্তীতে আর মাথা উচু করে দাঁড়ানো যায় না। আর বাঁশেরকেল্লা যে ঝাপিয়ে পরতে বলছে কার বিরুদ্ধে ঝাপিয়ে পড়বে? পুলিশের বিরুদ্ধে? এতে শুধু কয়েকটা পুলিশ মরবে আর কিছুই না। আর যে পুলিশ মরবে ওরা অন্য সবার মত খেটে খাওয়া কর্মচারী শুধু সরকারের আদেশে আজ জনতার বিরুদ্ধে বন্দুক ধরেছে! তাহলে কার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উস্কানী দিচ্ছে এই পেজ? আর পুরাপুরি যুদ্ধের সাজসজ্জায় আসা পুলিশদের সাথেও হেফাজত পেরে উঠবে কি? রক্তের গঙ্গা বয়ে যাবে। তাই প্লিজ সকল পেজগুলোকে অনুরোধ বুদ্ধিমত্তা দিয়ে স্ট্যাটাস দিবেন যাতে তা মানুষের বাঁচার সহায়ক হয়, মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়। আপনারা যারা উস্কানি দিচ্ছেন আপনাদের তো কেউ মরছে না, মরছে সাধারণ জনগণ। তাই আবারো অনুরোধ প্লিজ সর্বক্ষেত্রে বিবেক বুদ্ধি প্রজ্ঞা দিয়ে কাজ করবেন। মনে রাখবেন একদিন সবাইকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।
বিষয়: বিবিধ
১৬২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন