বিশ্ব ইজতেমা ও সৌহার্দ্য

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১৩ জানুয়ারি, ২০১৩, ০৬:৪৮:৫১ সন্ধ্যা

আামি ইজতেমাতে একেবারেই নতুন উপস্থিত একজন। জানিনা ইজতেমার নিয়মকানুণ। আজ আখেরী মুনাজাতে শরীক হওয়ার জন্য ভোর ৬টার সময় রওনা দিলাম মতিঝিল হইতে। বাস, রিক্সা ও ভ্যানে চড়ে ইজতেমার ময়দানে পৌছলাম ১০.৩০ মিনিটের সময়। পৌছেই বয়ান শুনার জন্য আমি ওজু করার জন্য ইজতেমা প্রঙ্গণের পাশের ওজু খানায় উপস্থিত হয়ে ওজু করার জন্য জুতা খুলে দাড়ালাম। আমার আগে আরো ১জন লোক ওজু করার জন্য দাড়িয়ে আছে। পার্শ্বের একজন লোক আমাকে এক বদনা পানি এগিয়ে দিয়ে বল্ল ওজু করেন। আমি ওজু করার চেষ্টা করলাম। কিন্তু বদনা নিয়ে ওজু করতে আমি অভ্যস্থ নয় বিদায় আমার একটু অসুবিধা হচ্ছে। পার্শ্বের এক ভদ্র লোক আমার অবস্থা দেখে বদনা হাতে নিয়ে আমাকে বল্ল ভাই ওজু করেন। আমি ভদ্র লোেকর দিকে তাকিয়ে অবাক হলাম ও মনে মনে চিন্তা করলাম এই রকম ভদ্রতা ও সৌহার্দ্য যদি আমাদের সমাজের সবখানে থাকত হয়ত আমরা জাতি হিসাবে পিছিয়ে থাকতাম না ও আমাদের দেশে এত অশান্তি থাকত না্। তাই আমি ইজতেমার আজকের আখেরি মুনাজাতে প্রার্থনা করলাম ভদ্রতা ও সৌহার্দ্য পূর্ন ব্যবহার ও সহনশীলতা আমাদের দেশের সবখানে বিচরন করুক। আমিন।

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File