প্রেস ক্লাবে মানববন্ধন মেলায় উপজাতি সন্ত্রাসীদের দোসরও!!!

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১৮ এপ্রিল, ২০১৪, ১২:১৬:২৭ দুপুর







আমাদের জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের আছে। তাই সু-দিনে না হলেও দুর্দিনে অনেক ব্যক্তি, গোষ্টি ও দল এখানে এসে অনুমতি নিয়ে মানববন্ধন করে নিজেদের সমস্যার কথা জাতির কাছে তুলেধরার চেষ্টা করে বা সরকারের কাছে প্রতিকারের সহযোগিতা চাই। আজ প্রেসক্লাবে কম হলেও ৮টি দলে মানববন্ধন অনুষ্টিত হচ্ছে। তার মধ্যে উপজাতিদেরও একটি মানববন্ধন হচ্ছে। আমাদের দেশে অহরহ বিচ্ছিন্ন হত্যা কান্ড ঘটে চলেছে। তার জন্য আমরা আইনশৃংখলা বাহিনীর দুর্বলতাকে দায়ী করতে পরি, কিন্তুু পারিনা সরাসরি সরকার বা দেশকে দায়ী করতে। কিন্তুু উপজাতিরা প্রেসক্লাবে ইনিয়ে বিনিয়ে দেশ ও জাতিকে দায়ী করতেছে। উল্লেখ্য যাদেরকে আজ প্রেসক্লাবে কথা বলার সুযোগ দেয়া হয়েছে তাদের কিন্তুু আমাদের স্বাধীনতার প্রতি দরদ নাই। তারা পার্বত্য চট্টগ্রামকে তাদের দখলে নিয়ে জুমল্যান্ড প্রতিষ্টার জন্য সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেছে, যার একটি নাম শান্তিবাহিনী।



শান্তিবাহিনী আমাদের দেশের সেনাবাহিনীর ও পুলিশ বাহিনীর অনেককে পাহাড়ে ধরে নিয়ে হত্যা করেছে।

এই শান্তিবাহিনী পাহাড়ী বাঙ্গালীদের উপর নির্মম অত্যচার চালিয়ে যাচ্ছে। আজ প্রেসক্লাবে মুখে কালকাপড় পেছিয়ে মানববন্ধন করছে দেখে মনে হয় ভাজামাছ তারা উল্টিয়ে খেতে জানেনা কিন্তুু তারা কত ভয়ংকর সন্ত্রাসী পাহাড়ের বুকে যারা বসবাস করে শুধু তারাই জানে। তাদের নির্মমতার একটি ছবি আমি দিয়েছি পোষ্টে তেমন হাজারো ছবি লুকিয়ে আছে পাহাড়ের আনাচে-কানাচে।



আমার ভাবতেও অবাক লাগে উপজাতি সন্ত্রাসীদের দোসরা কিভাবে প্রেস ক্লাবে এসে গলা ফাটিয়ে কথা বলে দেশ ও জাতির বিরুদ্ধে?



আমাদের জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের আছে। তাই সু-দিনে না হলেও দুর্দিনে অনেক ব্যক্তি, গোষ্টি ও দল এখানে এসে অনুমতি নিয়ে মানববন্ধন করে নিজেদের সমস্যার কথা জাতির কাছে তুলেধরার চেষ্টা করে বা সরকারের কাছে প্রতিকারের সহযোগিতা চাই। আজ প্রেসক্লাবে কম হলেও ৮টি দলে মানববন্ধন অনুষ্টিত হচ্ছে। তার মধ্যে উপজাতিদেরও একটি মানববন্ধন হচ্ছে। আমাদের দেশে অহরহ বিচ্ছিন্ন হত্যা কান্ড ঘটে চলেছে। তার জন্য আমরা আইনশৃংখলা বাহিনীর দুর্বলতাকে দায়ী করতে পরি, কিন্তুু পারিনা সরাসরি সরকার বা দেশকে দায়ী করতে। কিন্তুু উপজাতিরা প্রেসক্লাবে ইনিয়ে বিনিয়ে দেশ ও জাতিকে দায়ী করতেছে। উল্লেখ্য যাদেরকে আজ প্রেসক্লাবে কথা বলার সুযোগ দেয়া হয়েছে তাদের কিন্তুু আমাদের স্বাধীনতার প্রতি দরদ নাই। তারা পার্বত্য চট্টগ্রামকে তাদের দখলে নিয়ে জুমল্যান্ড প্রতিষ্টার জন্য সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেছে, যার একটি নাম শান্তিবাহিনী।



শান্তিবাহিনী আমাদের দেশের সেনাবাহিনীর ও পুলিশ বাহিনীর অনেককে পাহাড়ে ধরে নিয়ে হত্যা করেছে।

এই শান্তিবাহিনী পাহাড়ী বাঙ্গালীদের উপর নির্মম অত্যচার চালিয়ে যাচ্ছে। আজ প্রেসক্লাবে মুখে কালকাপড় পেছিয়ে মানববন্ধন করছে দেখে মনে হয় ভাজামাছ তারা উল্টিয়ে খেতে জানেনা কিন্তুু তারা কত ভয়ংকর সন্ত্রাসী পাহাড়ের বুকে যারা বসবাস করে শুধু তারাই জানে। তাদের নির্মমতার একটি ছবি আমি দিয়েছি পোষ্টে তেমন হাজারো ছবি লুকিয়ে আছে পাহাড়ের আনাচে-কানাচে।



আমার ভাবতেও অবাক লাগে উপজাতি সন্ত্রাসীদের দোসরা কিভাবে প্রেস ক্লাবে এসে গলা ফাটিয়ে কথা বলে দেশ ও জাতির বিরুদ্ধে?

বিষয়: বিবিধ

২৯৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209492
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪১
সিকদারর লিখেছেন : নংপুসক সরকার উপজাতি সন্ত্রাসীদের ভয়ে নিজের দেশের মানুষকে হত্যা করাও চোখে দেখে না । তারা মনে করে ক্ষমতার মালিক বিদেশী প্রভূরা তাই তাদের সন্তষ্টির জন্য এই উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয় না।
209512
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৮
এখলাস মাহেমাদ িসকদার লিখেছেন : আমার ভয় হয় উপজাতিরা যদি বলে পার্বত্য চট্টগ্রামের মালিক তারা তখনও সরকার প্রভুদের আশির্বাদ হারানোর ভয়ে চুপ থাববে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File