পুলিশ মুসল্লিদের উপর হামলা না করলে কি এমন ক্ষতি হত।
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৮:২৩ বিকাল
ধর্মপ্রাণ মুসল্লিদের উপর পুলিশ গুলিবর্ষন না করে শান্তিপুর্ণ ভাবে বিক্ষেভ মিছিল করতে দিলে কোন সংঘর্ষ হত না । কিন্তুু পুলিশ সকাল থেকেই দাড়িটুপি ওয়ালেদের দিকে যে ভাবে আক্রমনাত্বক দৃষ্টি দেওয়া শুরু করেছে তাতে মনে হয় আমরা ইসরাইল নামক ইহুদি রাষ্ট্রে অবস্থিত বাইতুল মোকাদ্দাসে নামজ পড়তে এসেছি আর ইসরাইলি বাহিনী প্রতিরোধ করার জন্য বন্দুক রয়েট কার, জলকামান, কাদানে গ্যাস বন্দুক, বুলেট ফ্রুপ জ্যাকেট মুসল্লিদের টেকানোর জন্য যুদ্ধের প্রস্তুুতি নিয়ে দাড়িয়ে আছে। ঠিক নামাজের আগে থেকেই কিছু অতি উৎসাহি পুলিশ মুসল্লিদের গ্রেফতার করা শুরু করলে সংঘষের সূত্রপাত হয়। আর নামাজের পরে মুসল্লিরা নাস্তিকের বিরুদ্ধে বিক্ষোভ করতে চাইলেই পুলিশ গুলি চালানো শুরু করে এতে করে সাংবাদিক সহ প্রায় ১০০জনের বেশী আহত হয়েছে বলে জানা গেছে। আর পুলিশ প্রায় ৫০জনের বেশী মুসল্লিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। নাস্তিকের বিরুদ্ধ কথা বললে বর্তমান সরকারের গায়ে জ্বালা ধরে কনে সেটা হয়ত আজকের পুলিশের আক্রমন দেখে আর বুঝার বাকী নাই। ইন্টারনেটে রাজিবের পোস্ট করা লেখে পড়লে মনে হবে সে নাস্তিকের অবস্থানকেও ছাড়িয়ে গেছে। আমাদের রাসুল (সঃ)কে, আল্লাহকে, নামাজকে, রাসুল (সঃ) স্ত্রী খাদিজাতুল কোবরাকে সহ ইসলামের মুল বিষয়ের উপর আঘাত করেছে। আর তার বাসায় গিয়ে আমাদের প্রধান মন্ত্রী সমবেদনা প্রকাশ করে এসেছেন। কিন্তু পুলিশের গুলিতে নিরিহ কোন লোক মারা গেলে তার সমবেদনাত দুরের কথা আরো উল্টো প্রতিক্রিয়া ব্যক্ত করে ঘটনা ভ্ন্নিখাতে প্রবাহিত করতে চায়। আসুন আমরা ঈমান আকিদা রক্ষার্তে ঐক্যবদ্ধ হই।
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন