বাংলাদেশের সংখ্যা গরিষ্ট মুসলিম ভাবতেই অবাক লাগে!

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ০৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২১:৩২ রাত

আওয়ামী সরকারের এই সময়ে দেশের আইনশৃংখলা পরিস্তিতির অবনতি, নিত্য খুন, বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, ইসলামী মুল্যেবোধে বিশ্বাসী দাড়ি-টুপিওয়ালা ও আলেম ওলামাদের উপর অত্যচারের চিত্র দেখলে মনে হয় আমরা ভারতের মত উগ্র হিন্দু ধর্মাবলম্বী কোন দেশে বাস করি। আর এ সরকারের সময়ে হিন্দুরা সুক্ষভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। আর তাদের মদদ যোগাচ্ছে ধর্মনিরপেক্ষ তথা প্রগতিশীল রাজনীতির নামে মদ জোয়া ও নারিদের নিয়ে ফুর্তিবাজ কিছু নরপশু। শাহবাগের বর্তমান প্রেক্ষাপট অনেকের মতে তারই সৃষ্টি। সারারাত মদ, গাজায় ব্যস্ত থেকে বাংলাদেশ জামায়েত ইসলামীর পৃষ্টপোষক ও সেক্রেটারি জেনারে জনাব আব্দুল কাদের মোল্লার বিরোদ্ধে এই নাস্তিকরা বিষোধগার করছে আর আদালতের রায়কে তু্চ্ছ তাচ্ছিল্য করে ফুর্তিতে মসগুল হচ্ছে। ভাবতেও অবাক লাগে একটি মুসলিমদেশে প্রকাশ্যে কিভাবে এসব হয়। খবরে এসেছে আগামী সপ্তাহের মধ্যে নাকি ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আল্লাম দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় দিবে ট্রাইবুনাল অবশ্যই অনেকে এই ট্রাইবুনালের মান নিয়ে প্রশ্ন তুলছে। আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার পরিচালনা হচ্ছেনা বলে দেশী বিদেশী অনেক মিডিয়া খবর প্রকাশ করছে। আন্তর্জাতিক হিউম্যান রাইটস ওয়াস ও এই ট্রাইবুনালের মান নিয়ে প্রশ্ন তুলেছে। অব্শ্যই নিজামুল হক নাসিমের কথোপকথন শুনে আমার ও মনে হয় এই ট্রাইবুনাল প্রশ্ন বিদ্ধ। ইতিপূর্বো আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির সাক্ষি দিতে গিয়ে সুখরঞ্জন বালী ন ামের এক সাক্ষিকে আইনশৃংলা বাহিনী অপহরন করেছে বলে সাইদির আইনজীবি দাবী করছে এবং তখন থেকে তিনি নিখোঁজ আছে। আর তড়িঘড়ি করে বিচার পরিচালনা সব কিছু বিশ্লেষন করলে আমার মনে হয় এই ট্রাইবুনাল নিরপেক্ষ নয়। এরা সরকারের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। আর যদি তাই হয় তাহলে এই সরকার খুব শিগ্রই টের পাবে আমাদের দেশের প্রগতিশীল রাজনীতিবিদ নামের ফুর্তিবাজদের ক্ষমতা বেশী নাকি ইসলামী মুল্যবোধে বিশ্বাসীদের মুসলিমদের ক্ষমতা বেশী।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File