বিচার মানি তালগাছ
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৪:১৭ বিকাল
আওয়ামী লীগ বা তার শরীক দলের কথা শুনলে মনে হয় তারা ট্রাইবোনাল বা বিচার ব্যবস্থার তোয়াক্কা করেনা। তাদের বিরুদ্ধে কথা বললেই রাজাকার, যুদ্ধাপরাধী। তারা তত্বাবধায়ক এর ব্যপারে কথা বললে আদালতের দোহাই দেয়। আর আজ আদালতের রায় তাদের কাছে ভাল লাগছে না। তাহলে তারা আদালতকে বা বিচার ব্যবস্থাকে মানল কৈ? আসলে কিছু আওয়ামীলীগের কাধে বাকশালী পেতাত্বা ভর করেছে। দেশটা ধবংস হয়ে গেলেই তার শান্তি পাবে। ব্যর্থ রাষ্ট্র প্রমান করার জন্যই কি তাদের এই মিশন।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন