দেশ কি তাহলে গৃহ যুদ্ধের দ্বারপ্রান্তে!!!!
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৮ জানুয়ারি, ২০১৩, ১১:১৫:০৮ সকাল
প্রতি দিনের মত আজও আমি সকাল ১০:০০টার সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে গাড়ীর জন্য মতিঝিল জনতা ব্যাংক ভবনের সামনে দাড়ালাম। হাঠাৎ একটি মিছিল দেখতে পেলাম এবং মিছিলটি একটু সামনে এগুতেই পুলিশ মিছিল কে লক্ষ করে গুলি ছুড়তে লাগল আমি এবং আমার মত পথচারীরা দিকবিদিক ছুটাছুটি করে কোর মতে বিপদ হতে বাঁচলাম। আমি অনেক গুলাগুলির শব্দ শুনেছি জানিনা ওখানে হতাহতের মত ঘটনা ঘটছে কিনা। আমার প্রশ্ন মিছিল যে দলেরই হোক না কেন পুলিশ মিছিলকে লক্ষ করে গুলি করবে কেন এবং গুলিতে যদি হতাহতের ঘটনা ঘটে তাহলে কি এজন্য সরকার দায়ী নয়?? আমরাকি মনে করতে পারি দেশ এখন গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে? তাহলে এখান থেকে উত্তরনের উপায় কি?
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন