প্রশাসন কি সংবিধানের মিয়মকানুন মেনে চলে????
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৬ জানুয়ারি, ২০১৩, ১২:০৩:১৯ দুপুর
শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ মোঃ ইয়াহিয়াকে গ্রেফতারের করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না করে তার উপর নির্যাতন চালনো হচ্ছে। নাকি তাকে গুম করে ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।আমাদের দেশের প্রশাসনে যে ভাবে দলীয় লোক ঢুকানো হয়েছে আশংকা হয় তাহাকে গুম করা হয়েছে।আর যদি তাকে গুম করা হয় তাহলে সরকার এবার চরম ভুলের পথ ধরেছে। কারণ আমরা জানি গত আওয়ামী সরকারে সময়ে শিবির চট্টগ্রামে আওয়ামী লীগের আট জন ক্যাডারকে একসাথে খতম করেছে। সুতরাং সরকারের উচিত গুম ও খুনের পথ পরিহার করে আইনের ও সংবিধানের পথে এগিয় চলা। অন্যথায় শিবির কি জীবন বাচাঁনোর লাড়াই করবে না?
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন