ব্রেকিং নিউজ---- সোহেল রানা এখন খুলনায়।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৮ এপ্রিল, ২০১৩, ১১:০২:২৬ সকাল



অতি জরুরি --- অতি জরুরি --- অতি জরুরি

শেয়ার --- শেয়ার --- শেয়ার

একজন জানালেন যে সোহেল রানার লোকেশন ট্রেস করা গেসে।

... ঠিকানাটা নীচে --

খুলনা , সোনাডাঙ্গা

হাউজ নাম্বারঃ ১৩৯/ এ

রোড নাম্বারঃ ০৮

সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ছাত্রাবাসের মাঝখানের বিল্ডিং এর ফোর্থ ফ্লোর বা চতুর্থ তলায় গতকাল বিকাল থেকে অবস্থান করছে সোহেল রানা।

যিনি জানিয়েছেন এই তথ্য তিনি এটাও জানিয়েছেন সোহেল রানাকে সেখানে আশ্রয় দিয়েছে স্থানীয় যুবলীগের নেতা বুরুজ।

এবং তিনি এঈ আশংকাও করেছেন যে ঐ থানার ওসি সোহেল রানাকে ধরবে না।

ঐ থানার ওসির সাথে বুরুজের সম্পর্ক ভালো।

এটা যত দ্রুত সম্ভব মিডিয়াকে এবং র‍্যাবকে জানাতে অনুরোধ করেছেন তিনি।

কমপক্ষে সেখানকার স্থানীয়রা দ্রুত ঐ অবস্থানের পেরিমিটার ঘেরাও করে রাখলেও হয়তো সোহেল রানাকে ধরা যাবে।

সবাই শেয়ার করুন , এবং খুলনার স্থানীয় মিডিয়া , বন্ধু - পরিচিত এবং র‍্যাবকে জানান। (কপি পেষ্ট)

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File