আল্লামা হযরত আহমদ শফির অনুরোধে অনশন ভঙ্গ করেছেন মজলুম সম্পাদক, কলম সৈনিক ও নাস্তিকের আতঙ্ক জনাব মাহমদুর রহমান স্যার।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২২ এপ্রিল, ২০১৩, ০৭:১৫:৩৯ সন্ধ্যা



বর্তমান সরকারের অন্যায়ের প্রতিবাদ করে সারাবিশ্বকে জানান দিয়ে অবশেষে আল্লামা আহমদ শফির অনুরোধে অনশন ভঙ্গ করেছেন আমাদের প্রিয় সম্পাদক জনাব মাহমদুর রহমান। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবী করতেছি। আর সরকার পেশী শক্তি ব্যবহার করে দৈনিক আমার দেশে পত্রিকার প্রেস বন্ধ করার তীব্র নিন্দ জানাই। একটি দেশ পরিচালনা করতে হলে সরকারকে একটু ধর্য্যশীল হতে হয় কিন্তু বর্তমান সরকার ধৈর্য্যহীন হয়েছেন-ত বটে সরকারের কিছু কিছু মন্ত্রি মহোদয় চরম ওদ্ধ্যতপূর্ন আচরন করা শুরু করেছেন যার কারণে দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে ।

সরকার সুষ্ঠভাবে দেশ পরিচালনার চিন্তা বাদ দিয়ে ভিন্নমত দমনে ব্যস্ত হয়ে পড়েছেন। যার ফলে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারকে মিসগাইড করতেছে বাম ও রামপন্থি কিছু সুশীল নামের কলঙ্ক কিছু সুশীল সমাজ। তথাকথিত এই সুশিল -এরা শেখ মুজিব হত্যার ইন্ধনদাতা বলে অনেকে মনে করেন। তাই সরকারের উচিৎ এই বামদের খপ্পর থেকে বেরিয়ে এসে নিরপেক্ষ অন্তঃবর্তিকালীন সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করা।

বিষয়: বিবিধ

১৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File