নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানাম আবুল
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১৮ জানুয়ারি, ২০১৩, ১০:৫১:৩১ সকাল
আমাদের মাননীয় প্রধান মন্ত্রী নিজস্ব অর্থায়নের পদ্মাসেতু করার যে মহাপরিকল্পনা ঘোষনা করেছেন তার বিপরীতে ১,৬০,০০০টাকা পদ্মাসেতুর নামে খোলা অনুদানের একাউন্টে জমা হয়েছে। এখন আমাদের অর্থমন্ত্রী মহোদয় নতুন পরিকল্পনা ঘোষনা দিয়েছেন। বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করা হবে। আমাদের প্রশ্ন সরকার নিজস্ব অর্থায়নে কিভাবে পদ্মাসেতু করবে।মানুষ গড়ার কারিগর আমাদের শিক্ষকদের সমান্য দাবী মানার মত অর্থ নাকি সরকাররে নাই। তাহলে পদ্মাসেতুর অর্থ আসবে কোত্থেকে? আসলে আমাদের সকারের পদস্থ অনেক লোক যাদের কথার সাথে কাজের মিল নাই। তবে হ্যা পদ্মাসেতুর অর্থ বিশ্ব ব্যাংক ও জাইকা দিত যদি পদ্মাসেতুর দুর্নীতির সাথে জড়িত বলে সবচেয়ে বেশী আলোচিত আবুলদের আসামী করে দুদক চার্জশীট দাখিল করত। তবে দেরীতে হলেও দুদকের বিবেক নাড়াচাড়া দিয়ে উঠছে। এখন বলা শুরু করছে আবুলদের গ্রেফতারে কোন বাধা নাই। যাই হোক বিশ্ব ব্যাংক আমাদের এই বিষয়টি আমলে নিয়ে পদ্মাসেতুর জন্য অর্থ বরাদ্ধ দিলে দেশের মানুষের বহু প্রতিক্ষিত পদ্মাসেতু নির্মাণে আর কোন বাধা থাকবেনা।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন