আজ বৃষ্টি এসেছিলো
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৩ মার্চ, ২০১৩, ০৭:৪০:৩১ সন্ধ্যা
ক্লান্তিহীন অনুভূতি আজ অনেকদিন পর
ছুঁইয়ে গেল,
কিছু অনাবিল হাসি আজ অনেক সময় ধরে
খেলেছিল,
আজ হিমেল বাতাস অনেকটা সময় জুড়ে
বয়ে ছিলো,
আজ আকাশ ছুঁইয়ে মন মাতানো বৃষ্টি
নেমেছিলো...
খানিকটা সময়ের বৃষ্টি যেনো
অনেক আকাঙ্ক্ষার পর এলো!
আমি হাত বাড়িয়ে ছুঁইয়ে দেখি
ইচ্ছে করে যেনো কৌটায় ভরে রাখি
মনের মুকুরে...
অভ্যেস হয়ে গেছে যেনো!
বৃষ্টি ছুঁইয়ে অজস্র কথার কাব্য বুনে যাওয়ার
ব্যাস্ত এই শহরের ভীড় ছাড়িয়ে
অথবা রৌদ্রের শেষ প্রহরে
খানিকটা বৃষ্টি যেনো পুরোনো বন্ধু হয়ে
এসেছিলো বিকেল জুড়ে...
ক্লান্ত বিকেলের মুক্ত সময়
বৃষ্টির ছোঁয়ায় যেনো পূর্ণ হয়
আজ অনেক সময় পর মন আনন্দে হেসেছিলো
আজ অনেকদিন পর
বৃষ্টি এসেছিলো,ছুঁইয়ে ছিলো মন,মাতিয়ে আনন্দে...
বিষয়: সাহিত্য
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন