আমজনতার কথা!!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০১ মার্চ, ২০১৩, ০১:৫৭:৫২ দুপুর
বলি ভাই,হলো টা কি?এতো লাশ কেনো চারপাশে?
কি জানি বাপু,ওরা কেন মরে?
আমি তো শুধু দেখি
ওদের জিনিস ভাংতে!
বলেন কি?!!আজব কথা!ওরা কেন ভাঙ্গে?!
কি জানি বাপু,শান্তি বুঝি আর পাওয়া হলো না,
অশান্তি ঘর ভাঙ্গে!
শান্তি চান?তো ওদের ঠেকান,ল্যাঠা তবে চুকে যাক
কি যে বলেন ভায়া,কে মরে কেন মরে ও কথা থাক দূরে!
আমজনতার আমি একজন,আমার আম খাওয়াই সাজে!
আমি কঠিন সত্যি বুঝিনা,ষড়যন্ত্র ও দেখিনা,ও বুঝা আমার সাজে না
আমি ভাই আমজনতা!আমার অল্প বুঝেই সাজে!কাজ নেই আমার অতো বুঝে!
আরে ভাই,যাচ্ছেন কোথায়?আগুনে যে কোরআন পুড়ে
আরে ভায়া,আমার ঘরেও যে আছে কোরআন,
সেটাও তো অবহেলায় আছে পড়ে!
আমি ভাই আমজনতা! অতো মায়া আমার সাজে না
ওতো দরদ দেখিয়া চেঁচানো আমার কাজ না!
কি হে ভায়া,খবর কি?শুনি তোমাদের মসজিদে পুলিশ
মানুষ মারছে বিনা দোষে!ধরে নিয়ে থানায়,
টাকা পয়সা নিয়ে যায়,আটকে রাখে দিনের পর দিন অনাহারে!
কি জানি ভায়া,কেন যে ওরা যায় মসজিদে!বলি আমজনতার
কি দরকার?অতো প্রতিবাদের?!
মনে মনে দুটো গালি দিলেই তো ল্যাঠা চুকে যায় একেবারে!!
ওহে ভাই,শুনেছো নাকি,বিনা দোষে আলেমদের দিচ্ছে ফাঁসি!
শুনেছিলাম ভায়া,দেখিনি কিছুই,আর কি ই বা যায় আসে?!
দিচ্ছে ফাঁসি একজনকে,মরছে মানুষ হাজার জনে
আমি ভাই আমজনতা,ভাংচুর আর ক্ষয়-ক্ষতিই কেবল আমার চোখ বেশী দেখে..!
শুনলেন তো ভাই,আমজনতার কথা! কি বুঝলেন তাদের মনের ব্যাথা?!
আমি তো ভাই হয়ে গেছি হা! বুঝলামনা এদের কেমন মাথা!
যাহা হয়,এরা তাহার তিন ভাগের একভাগ বুঝে! দুইভাগের একভাগ বুঝেও না বুঝে!
আর বাকি একভাগ?! একবারেই না বুঝে!!!!
হায়রে আমজনতা!!!
বিষয়: সাহিত্য
১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন