সবাই একটু দোয়া করুন,একটু কাঁদুন :'(

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০১ মার্চ, ২০১৩, ১২:১৭:১২ রাত



যতোবার টিভির দিকে তাকাচ্ছি,চোখ পানিতে ভরে উঠছে...বুক ফেটে কান্না আসছে! কাল রাত থেকে ঘুম নেই,দুঃশ্চিন্তায় খাওয়া ও নেই বলা চলে..তারপরেও যখন দুপুরে রায় শুনলাম,আর ধরে রাখতে পারিনি,কান্নায় ভেঙ্গে পরেছিলাম,বার বার মনে হচ্ছিলো,'আল্লাহ এটা কি করলেন?!এতো গুলো মানুষের কান্না কি আল্লাহ দেখেননি?!...একটা সময় খেয়াল করে দেখলাম,আমার আশে-পাশের সবাই কাঁদছে,কান্না যেনো থামছেই না কারো! ভয়ে ফোন ও রিসিভ করছিলাম না,ফোন ধরলেই ওপাশের কান্না শুনতে হচ্ছে! রাত যতো বাড়তে লাগল,শহীদের সংখ্যাও যেনো বাড়তে লাগল! একের পর এক আঘাত...:'( অভিমান হতে লাগল,আল্লাহ কি দেখছেন না,আল্লাহ কি এতোটাই অসুন্তুষ্ট?!তিনি কি দেখছেন না তার বান্দাদের চোখের পানি?! আবার অনুশোচনাও হয়,আমরা বেশিরভাগ মানুষরা বেশির ভাগ সময় শুধু সমালোচনা করে আর দোষ ধরেই পাড় করেছি,এমনকি এখনো এফবি,ব্লগে দেখছিলাম তেমন কিছু স্ট্যাটাস,বক্তব্য,মনে হলো,আজ চূড়ান্ত সময়ে এসে আমাদের কান্না কি আল্লাহ এতো সহজেই শুনবেন?!!আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই একদল ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত,জীবন-সম্পদ অকাতরে বিলিয়ে দিতে প্রস্তুত কিন্তু একদলের আন্তরিকতার অভাব এখনো অনেক বেশী... মনে হয়না শেষ দলের সংখ্যা কখনো কমবে! কিন্তু আমাদের দোয়া,আমাদের চেষ্টা কি কমে যাবে? আমরা যেখানেই থাকি না কেন আল্লাহর প্রতি,এই দেশের প্রতি আমাদের ভালোবাসা কি কমে যাবে?আমরা কি সত্য ভুলে নিজের জগতেই ডুবে থাকবো?এতটুকু সময় বা সাহস কি হবে না,আল্লাহর কাছে দোয়া করার...! হে আল্লাহ,আমরা আপনার পথের সেই সব আন্তরিকদের দলে থাকতে চাই,আমরা আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো যুদ্ধের ময়দান থেকে সুবিধাজনক অবস্থান খুঁজে নিতে চাই না,কা'ব ইবনে মালিকের মতো অযুহাত দেখিয়ে ঘরে বসে থাকতে চাই না!আমরা ওহুদের মতো সমান ফলাফলের যুদ্ধ করতে চাই না,হে আল্লাহ, অনেক ভুল-ভ্রান্তি আছে আমাদের তার পরেও আমাদের মাঝে আবু বকর,ওমর,খালিদ আছে,আমাদের মাঝে খাদিজা,সুমাইয়া,জয়নাব আছে... আপনি তাদের দিকে তাকান,তাদের চেষ্টা দেখুন,আপনি তাদের দলেই আমাদের শামিল করুন,আমরা চাই আপনি কিয়ামতের দিন তাদের একজন করেই আমাদের ডাকবেন ইনশাআল্লাহ!হে আল্লাহ,আপনি আমাদের সাহায্য করুন বদরের মতো,বিজয় দিন তাবুকের মতো,অত্যাচারীদের ধ্বংস করুন আবু লাহাব-আবু জেহেলের মতো,আপনি ছাড়া আমরা আর কাউকে ভয় পাইনা,কারো সাহায্য চাই না,আমাদের জন্য আপনিই যথেষ্ট...আমীন

বিষয়: বিবিধ

১৪৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File