অকাব্য হোক ইচ্ছে গুলো!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৬ মে, ২০১৪, ০৯:২০:২৫ রাত
মানুষ তো হারতে হারতেও জিতে
আমি কি তবে মানুষ নই?
ভাবতেও অবাক লাগে,
এতোবার হেরে যাবার পরও
আমি কেমন করে টিকে রই!!
@
কেমন করে আজো,জলের ঢেউ এ
নিজের অস্তিত্ব খুঁজে পাই!
এতো সময়ের গ্লানি ভুলে
কেমন করে আমার দিন চলে যায়!
আমি কি তবে মানুষ নই?
@
আমার খুব মানুষ হতে ইচ্ছে করে
অনেকবার না হলেও খানিকটা হলেও
জিতে যেতে ইচ্ছে করে,
এতো এতো পথ হাঁটার পর
একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ইচ্ছে করে!
একটু মানুষ হতে বড্ড ইচ্ছে করে!
@
আমার খুব হাসতে ইচ্ছে করে
নির্মল,সারল্যের হাঁসি
যে হাঁসি তে নেই কোন সংশয়,অভিমান,ক্লান্তি
ঠিক মানুষ গুলোর মতো!
খুব কাঁদতে ইচ্ছে করে
পাওয়ার আনন্দে,দেবার সুখে,সাজাবার তৃপ্তিতে
ঠিক মানুষ গুলোর মতো!
@
এতো কঠিন কেন,মানুষ হওয়া?
এতো কষ্ট কেন,মানুষ হয়ে বাঁচতে?
আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করে!
খুব মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে!
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে!
লেখার সাথে নাম খুউব বেমানান । নাম হউক-
সবুজপাতা ।ভাল লাগছে । ধন্যবাদ আপু ।
আমারও মানুষ হতে খুউব ইচ্ছে করে ।
আল্লাহ ভালো জানে হতে পারবো কি না ?
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
না ঠিক আছে ।
আমি দুষ্টুমি করছি আপু ।
নাম পরিবর্তন করতেই হবে এমন বলিনি ।
ধন্যবাদ আপু ।
তাও নিজেকে নিজে বলতে পারবেন না আমি ভাল মানুষ। রিপুর কাছে হেরে যাবেন।
সার্টিফিকেট দিবে অন্য কেও
আপনি শুনবেন ওপারে বসে।
আপনার হাসিও কেউ দেখবেনা, সুখের অশ্রুও কেউ দেখবেনা।
প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ড ভাল লাগলো।
আমি কি তবে মানুষ নই?
ভাবতেও অবাক লাগে,
এতোবার হেরে যাবার পরও
আমি কেমন করে টিকে রই!!''.. সেরাম বলেছেন!
ঐ পাড়েতে জত সুখ আমার বিশ্বাস।
সুখ সেতো ক্ষনস্থায়ী এই ধরনীতে,
দুঃখ যারে দেন আল্লাহ তিনি ভালবাসেন তারে।
বিপদে যে ধৌয্য ধরে সেই উত্তম,
জান্নাত তো তার জন্যই সুখেরি কানন।
এতো কষ্ট কেন,মানুষ হয়ে বাঁচতে?
আমার যে খুব মানুষ হতে ইচ্ছে করে!
খুব মানুষ হয়ে বাঁচতে ইচ্ছে করে!
মন্তব্য করতে লগইন করুন